shono
Advertisement
KKR

'৫০০ রান করার ক্ষমতা আছে', ২৫ কোটির গ্রিনকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআর কোচ

গ্রিনকে দলে নিতে এত খরচ কেন করা হল, সে ব্যাপারেও মুখ খুলেছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 09:10 PM Dec 21, 2025Updated: 09:23 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশির তকমা এখন ক্যামেরন গ্রিনের নামে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে তাঁকে দলে নিয়েছে নাইটরা। গ্রিনকে দলে নিতে এত খরচ কেন করা হল, তা নিয়ে মুখ খুলেছেন কেকেআর কোচ অভিষেক নায়ার। 

Advertisement

অজি অলরাউন্ডার একদিকে যেমন ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনই দরকারে মিডিয়াম পেস বলটাও করেন। তাছাড়া বয়স বেশি না হওয়ায় গ্রিনের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে। তাই নিলামের শুরু থেকেই তাঁর জন্য ঝাঁপিয়েছিল কেকেআর। এক সাক্ষাৎকারে নাইটদের কোচ বলেন, "ওকে আমরা সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনতাম, সেটা বলা সম্ভব নয়। তবে ওকে নেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করেছিলাম। আমাদের কাছে টাকা ছিল। তাই উপযুক্ত জায়গায় খরচ করেছি। এসব ক্ষেত্রে তো টাকা জমিয়ে রাখার কোনও মানেই হয় না। রাসেল চলে যাওয়ার পর ওর মতো প্লেয়ারের জন্য ঝাঁপিয়েছিলাম আমরা।"

তিনি আরও বলেন, "তিন নম্বরে নামতে পারেন গ্রিন। ও এমন একজন খেলোয়াড়, যে আমাদের হয়ে ৫০০ রান করতে পারে। ৫০০ রান করার ক্ষমতা ওর আছে। এর আগেও আইপিএলে ৫০০-র বেশি রান করেছে। টপ অর্ডারেও ভালো খেলে। তাছাড়াও ও থাকলে একাধিক সমস্যা সমাধান হয়ে যেতে পারে। গত তিন বছর ধরে দেখছি শীর্ষ তিন ব্যাটার ৪০০-র বেশি রান করলে আমাদের ফলাফল ভালো হচ্ছে। আশা করছি, ও আমাদের হয়ে বড় রান করতে পারবে।"

উল্লেখ্য, শুরুর দিকে রাজস্থান রয়্যালস কিছুক্ষণ তাঁর জন্য বিড করলেও, আসল লড়াই হয় সিএসকে এবং কেকেআরের মধ্যে। শেষ পর্যন্ত টেক্কা দেয় নাইটরা। যদিও ওই অর্থের পুরোটা পাবেন না গ্রিন। তিনি পাবেন ১৮ কোটি। বাকি টাকাটা যাবে বিসিসিআইয়ের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে গ্রিনকে কিনে সন্তুষ্ট নাইট শিবির, তা বোঝা গেল অভিষেক নায়ারের কথায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশির তকমা এখন ক্যামেরন গ্রিনের নামে।
  • অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
  • আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে তাঁকে দলে নিয়েছে নাইটরা।
Advertisement