দেবব্রত মণ্ডল, বারুইপুর: এমএলএ কাপের ফাইনাল খেলায় অঘটন। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম ৯ জন। তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসন প্রায় ১৫ হাজারের কাছাকাছি। কিন্তু ৫০ থেকে ৬০ হাজার দর্শক চলে আসার কারণে এই দুর্ঘটনা। খেলা দেখতে ঢোকার আগে রাস্তার বাইরে দর্শকরা টিকিট কেটে দাঁড়িয়েছিলেন। সকলেই একসঙ্গে ঢোকার চেষ্টা করছিলেন স্টেডিয়ামে। সেই সময় হুড়োহুড়ি শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মীও জখম হন।
এদিন এই এম এল এ কাপ ফুটবল ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। বলে রাখা ভালো, গত ২০ ডিসেম্বর এই খেলার উদ্বোধন হয়। রবিবার ছিল ফাইনাল। এ বিষয়ে বিধায়ক পরেশ রামদাস বলেন, "অতিরিক্ত দর্শক আসার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে যাঁরা জখম হয়েছেন তাঁদেরকে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির তরফ থেকে সকলকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং সকলেই সুস্থ আছেন। সকলের পরিবারের সাথে আমার কথা হয়েছে।"
