shono
Advertisement

কালিয়াগঞ্জে ছাত্রী ধর্ষণ-খুন কাণ্ড: মৃতদেহ ‘টেনেহিঁচড়ে’নিয়ে যাওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা

শনিবার বিকেলে মৃতের বাড়িতে পৌঁছয় রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন।
Posted: 06:25 PM Apr 22, 2023Updated: 06:30 PM Apr 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা রাজ্য। প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) মহিলা মোর্চার সদস্যরা। সিবিআইকে দিয়ে তদন্তের দাবি তোলা হয়েছে বিজেপির তরফে।

Advertisement

শ্রীরামপুরে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ

ঘটনায় নড়েচড়ে বসেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও মহিলা কমিশন। শিশু সুরক্ষা কমিশনের তরফে চার সদস্যের প্রতিনিধি ইতিমধ্যেই রাজ্যে এসেছেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। এদিকে, মহিলা কমিশন রাজ্য পুলিশের ডিজিকে (DGP)  চিঠি পাঠিয়েছে। এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, মৃতদেহটি টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার সত্যতা জানতে চেয়েছে মহিলা কমিশন। এদিকে, ভাইরাল ভিডিওটি নিয়ে তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। বিজেপির তরফে টুইট করা ভিডিওটি কোন পরিস্থিতিতে, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

[আরও পড়ুন: রাজ্যের কোন গাড়ি কে চালাচ্ছেন, জানাতে হবে পরিবহণ দপ্তরে]

শুক্রবার উত্তপ্ত কালিয়াগঞ্জের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়। তা টুইট করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malavya)। তাতে দেখা গিয়েছে, নির্যাতিতার দেহ টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি আইটি সেলের প্রধান।

এ নিয়ে পালটা প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার বিকেলের সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা অত্যন্ত মর্মান্তিক। ওভাবে মৃতদেহ নিয়ে যাওয়া দেখে কষ্ট হয়েছে। কিন্তু বুঝতে হবে, পুলিশ কোন পরিস্থিতিতে ওরকম দৌড়চ্ছিল। পুলিশকে কি গ্রামবাসীরা তাড়া করেছিল? নাকি পুলিশের হেফাজত থেকে মৃতদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল? এমনিতেও তো দেখেছি, ওখানে তদন্ত হওয়ার আগেই বিজেপি গিয়ে ভিড় করেছে। তাই পুলিশ কেন ওভাবে দৌড়চ্ছিল, সেসময় পরিস্থিতি কী হয়েছিল, সেসব নিয়েও তদন্ত হোক।”

[আরও পড়ুন: পারফিউম বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না? ৫ টোটকায় মিলবে সমাধান]

এদিকে, শনিবার বিকেলেই নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান সুদেষ্ণা রায়-সহ রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তাঁরা যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন। এদিন সাংবাদিকদের সম্মেলন করেন রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার। তিনি জানিয়েছেন, পুলিশ গোটা ঘটনার দিকে নজর রাখছে। দ্রুত দোষীকে খুঁজে বের করতে তৎপর পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার