সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: শিলিগুড়িতে পুলকার দুর্ঘটনা। শুক্রবার সকালে ফুলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহানন্দা ক্যানালে পড়ে যায় পড়ুয়া বোঝাই একটি পুলকার। ঘটনায় আহত ১২ জন স্কুল পড়ুয়া। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান চালক। তার জেরেই ঘটে দুর্ঘটনা।
[টিকিট না থাকলেও ট্রেন থেকে মহিলা যাত্রীকে নামাতে পারবেন না টিটিই]
ছোট পরিবার। বাবা-মা দু’জনেই চাকুরিরত। তাই পুলকারে চেপে স্কুলে যাতায়াত করে বেশিরভাগ পড়ুয়া। রাজ্যের সর্বত্রই এখন পুলকারের ব্যবসা চলছে রমরমিয়ে। শুক্রবার সকালে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ল সেরকমই একটি পুলকার। সকালে ফুলবাড়ি এলাকায় মহানন্দা ক্যানালের পাশের রাস্তা দিয়ে পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল পুলকারটি। আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। মহানন্দা ক্যানালে পুলকারটি পড়ে যায়। গাড়িতে ১২ জন পড়ুয়া ছিল। তাদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। দুর্ঘটনার পর, দড়ি দিয়ে জল থেকে পুলকারটিকে টেনে তোলেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করা হয় পুলকারে আটকে পড়া পড়ুয়াদের। তবে তাদের কারওরই আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর, সকলেই বাড়ি ফিরে গিয়েছে বলে জানা দিয়েছে। আহতেরা ফুলবাড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। ঘটনার আতঙ্কিত অভিভাবকরা।
[বাজারে চিতাবাঘের হানা, তীব্র আতঙ্ক শিলিগুড়িতে]
কিন্তু, কীভাবে ঘটল দুর্ঘটনা? রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি লরি। সেই লরিটিকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান পুলকারের চালক। হুড়মুড়িয়ে গাড়িটি পড়ে যায় রাস্তার লাগোয়া মহানন্দা ক্যানালে। চালক মত্ত ছিলেন। মাসখানেক আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নিয়্ন্ত্রণ হারিয়ে প্রথম পথচারী ও এক বাইক আরোহীকে ধাক্কা মেরেছিল একটি পুলকার। ঘটনায় জখম হয় ১০ জন পড়ুয়া।
[সদ্যোজাতের জন্য থামল ট্রেন, মানবিকতার নজির গড়ল রেল]
The post নিয়ন্ত্রণ হারিয়ে মহানন্দা ক্যানালে উলটে গেল পুলকার, আহত ১২ জন পড়ুয়া appeared first on Sangbad Pratidin.
