shono
Advertisement

Breaking News

ভোটার লিস্ট থেকে বাদ বিমল গুরুংয়ের নাম, প্রতিবাদে পোস্টার পাহাড়ে

কারা লাগাল পোস্টার? The post ভোটার লিস্ট থেকে বাদ বিমল গুরুংয়ের নাম, প্রতিবাদে পোস্টার পাহাড়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:08 PM Jul 02, 2018Updated: 12:38 PM Jul 02, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পাহাড়ে ফের বিমল গুরুং ও রোশন গিরিদের পদধ্বনি? দু’জনের নাম ভোটার লিস্ট থেকে বাদের প্রতিবাদে পোস্টার পড়ল কালিম্পং ও শিলিগুড়ি লাগোয়া সুকনায়। ইংরেজি ও নেপালিতে লেখা পোস্টারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সোমবার সকালে পোস্টারগুলি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায়। পরে পোস্টারগুলি খুলে নিয়ে যায় পুলিশ।

Advertisement

[দার্জিলিংয়ের ভোটার তালিকা থেকে কাটা পড়ল বিমল গুরুংয়ের নাম]

একসময় দার্জিলিং-সহ গোটা পাহাড়ের সর্বময় নেতা ছিলেন বিমল গুরুং। তখন তিনি গোর্খা জনমুক্তি মোর্চার চেয়ারম্যান। গুরুং জমানায় নজিরবিহীন অশান্তির সাক্ষী থেকেছে পাহাড়। লাগাতার বনধে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। মুখে থুবড়ে পড়ে পর্যটন শিল্প ও চা-বাগানগুলি। রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত গুরুং অবশ্য এখনও ফেরার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফের শান্তি ফিরেছে পাহাড়ে। দিন কয়েক আগে দার্জিলিংয়ের ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে বিমল গুরুং ও রোশন গিরির নাম। জেলাশাসক জয়সী দাশগুপ্ত জানিয়েছেন, রুটিনমাফিকই কিছু ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। প্রায় ১০০ জন আছে এই তালিকায়। মৃত ব্যক্তি বা যাঁরা পাকাপাকিভাবে দার্জিলিং ছেড়ে চলে গিয়েছে, তাঁদেরই নাম সাধারণত তালিকা থেকে বাদ দেওয়া হয়। সে নিয়মেই বাদ পড়েছে বিমল গুরুং ও রোশন গিরির নামও। প্রতিবাদে পোস্টার পড়ল পাহাড়ে।

সোমবার সকালে কালিম্পং ও শিলিগুড়ি লাগোয়া সুকনায় বেশ কয়েকটি পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজে ইংরেজি ও নেপালি ভাষায় পোস্টার লাগানো হয়েছে। পোস্টারের নিচে লেখা ‘জনতা’।  ভোটার লিস্ট থেকে গুরুং ও রোশন গিরির নাম বাদের ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পোস্টারগুলি খুলে নিয়ে যায় পুলিশ।

[৬০ ফুট উঁচু বিদ্যুতের পোল থেকে পড়ে জখম মানসিক ভারসাম্যহীন যুবক]

The post ভোটার লিস্ট থেকে বাদ বিমল গুরুংয়ের নাম, প্রতিবাদে পোস্টার পাহাড়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement