বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: পাঁচমাস ধরে মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে না! ওই অভিযোগে আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চলল বিক্ষোভ। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রভাবিত সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। ওই বিক্ষোভের জেরে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম কার্যত বন্ধ হয়ে যায়। বিক্ষোভে আটকে পড়েন কর্মী ও বিভিন্ন কাজে বিশ্ববিদ্যালয়ে আসা পড়ুয়ারা। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে ঘেরাও করেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা।
সংগঠনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রণজিৎ রায় বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরও পাঁচ মাস থেকে ডিএ দেওয়া হচ্ছে না। বারবার জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।" বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, বিষয়টি চিঠি দিয়ে উচ্চ শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় জটিলতা বেড়েছে।
এদিন বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তালা লাগিয়ে দেওয়ার জন্য কর্মীরা দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে আটকে থাকেন। বিদ্যালয়ের পাঠদানেও একইভাবে সমস্যা দেখা দেয়। সমস্যায় পড়েন পড়ুয়াদের একাংশ। শিক্ষা বন্ধু সমিতির অভিযোগ, মুখ্যমন্ত্রী মহার্ঘ্যভাতা বৃদ্ধি করলেও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সেটা পাচ্ছে না। কয়েক মাস আগেও আন্দোলন করেন তাঁরা। ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কাজ কিছুই হয়নি। ওই কারণে মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নেমেছেন। এদিন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়কে কার্যত অচল করে দেন শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। তাঁরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
