shono
Advertisement
Salman Khan

জন্মদিনেই ভক্তদের বড় 'সারপ্রাইজ' দেবেন সলমন, নাম জুড়ল জ্যাকলিনের! ব্যাপারটা কী?

'কিক' ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডিজ।
Published By: Arani BhattacharyaPosted: 07:03 PM Dec 18, 2025Updated: 07:49 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর তুলনা তিনি নিজেই। বলিউড যেন তাঁর ছবিতে আরও বেশি প্রাণ ফিরে পায়, তিনি আর কেউ নন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। তাঁর নতুন ছবি 'ব্যাটল অফ গালওয়ান' এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন ছবির গুঞ্জন ছড়িয়ে পড়েছে হাওয়ায়। শোনা যাচ্ছে যে, সলমনের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত 'কিক ২' ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও এই খবরে সিলমোহর দেননি ছবির টিমের তরফে কেউই। কিন্তু 'কিক ২' ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ।

Advertisement

উল্লেখ্য ২০২৪ সালে 'সিকন্দর' ছবির শুটিং চলাকালীন 'কিক ২' ছবির কথা ঘোষণা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। এরপর শোনা গিয়েছিল যে ২০২৫ সালে শুরু হবে এই ছবির শুটিং। এই ছবির জন্য হাতে যথেষ্ট সময় নিয়েই নাকি কাজ শুরু করতে চান তিনি। কারণ 'কিক ২' তাঁর বহু প্রতীক্ষিত ছবি গুলোর মধ্যে একটি। এবার এই ছবির ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ফের। ২৭ ডিসেম্বর, সলমনের জন্মদিনেই নাকি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারা হবে বলে গুঞ্জন।

অন্যদিকে এই ছবির নায়িকা বাছাই পর্বও উঠে এসেছে চর্চায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'কিক' ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডিজ। কিন্তু এবার 'কিক ২' ছবির সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না। শোনা যাচ্ছে জ্যাকলিনের জায়গায় দেখা যেতে পারে কৃতী শ্যাননকে। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয় তাহলে এই ছবিতেই দর্শক প্রথমবার পাবেন সলমন-কৃতী জুটিকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিন্তু এবার 'কিক ২' ছবির সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না।
  • শোনা যাচ্ছে জ্যাকলিনের জায়গায় দেখা যেতে পারে কৃতী শ্যাননকে।
  • যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয় তাহলে এই ছবিতেই দর্শক প্রথমবার পাবেন সলমন-কৃতী জুটিকে। 
Advertisement