shono
Advertisement

পুলিশি নিষ্ক্রিয়তাতেই রণক্ষেত্র রানিগঞ্জ, অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বাবুল

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও জানিয়েছেন বাবুল। The post পুলিশি নিষ্ক্রিয়তাতেই রণক্ষেত্র রানিগঞ্জ, অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বাবুল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Mar 27, 2018Updated: 02:09 PM Jul 20, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে রানিগঞ্জ। গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে হাতে মারাত্মক আঘাত পান ডিসি সদর অরিন্দম দত্ত চৌধুরি। এদিকে পুরো ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

Advertisement

 ফের সংঘর্ষে উত্তপ্ত রানিগঞ্জ, জারি ১৪৪ ধারা ]

পুলিশ দেরি করাতেই ঘটনা হাতের বাইরে চলে গিয়েছে। বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন বাবুল। ঘটনার সূত্রপাত সোমবার রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে। বিভিন্ন এলাকা থেকে মিছিল আসার কথা ছিল। একটি মিছিল স্পর্শকাতর এলাকায় ঢুকে পড়ে। বাধা দেয় দুষ্কৃতীরা। তা নিয়েই বাধে বচসা। যা ক্রমশ সংঘর্ষের আকার নেয়। রণক্ষেত্র হয়ে ওঠে রানিগঞ্জ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ব্যাপক আক্রমণের মুখে পড়ে পুলিশও। অরিন্দম দত্ত চৌধুরি-সহ একাধিক অফিসার জখম হন। ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল বলেও জানা গিয়েছে। এই পুরো পরিস্থিতির জন্য পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন বাবুল। তিনি জানান, “পুলিশ দেরিতে সক্রিয় হয়েছে। ঘটনা প্রথমে ঘটতে দেওয়া হয়েছে। দুঘন্টা ঝামেলা হতে দিয়েছে পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাবার পর পুলিশ সক্রিয় হয়।” তাঁর দাবি ঘটনার গতিপ্রকৃতি দেখে পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে মনে হয়েছে তাঁর।

[  সম্প্রীতির নজির, মুসলিম মায়ের কবরে মাটি দিলেন প্রতিবেশী হিন্দু ছেলে ]

এ নিয়ে রাজ্যপালেরও দ্বারস্থ হচ্ছেন তিনি। ঘটনা নিজের চোখে যা দেখেছেন তা মঙ্গলবার রাজ্যপাল এর কাছে গিয়ে জানাবেন বলেও জানান তিনি। বলেন, রানিগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে আরজি জানাবেন। পুরো ঘটনার কথা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও জানিয়েছেন বাবুল। তাঁর বক্তব্য, রানিগঞ্জের ঘটনায়  রাজ্যের থেকে রিপোর্ট চাইবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাবুলের বক্তব্য, রাজ্যের পরিস্থিতি ৩৫৬ ধারা জারির খুব কাছাকাছি। যদিও এখনই রাষ্ট্রপতি শাসন জারি আবেদন করবেন না, তবে রাজ্যের পরিস্থিতি রাজ্যপালের কানে তুলে দিতেই বাবুলের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল যাচ্ছে রাজভবনে।

The post পুলিশি নিষ্ক্রিয়তাতেই রণক্ষেত্র রানিগঞ্জ, অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বাবুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement