shono
Advertisement

আইফেল টাওয়ার থেকে হাওড়া ব্রিজ, চাল ও আঠা দিয়ে সূক্ষ্ম কারিকুরিতে চমক রিষড়ার তপনের

কেবলমাত্র মনের তাগিদে নতুন নতুন সৃষ্টিই এখন জীবনে চলার পথে মূল উদ্দেশ্য শিল্পীর।
Posted: 02:33 PM Aug 25, 2023Updated: 10:22 AM Aug 26, 2023

সুমন করাতি, হুগলি: উপকরণ চাল ও আঠা। সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তা দিয়েই তৈরি হয়েছে আইফেল টাওয়ার থেকে হাওড়া ব্রিজ কিংবা সোফা সেট। এমনই অবিশ্বাস্য কাজ করে সকলকে অবাক করেছেন রিষড়ার তপন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ছোট থেকেই নানা সূক্ষ্ম কারুকাজের দিকে মন তপনবাবুর। আর সেই নেশার টানেই চাল এবং আঠা দিয়ে একের পর এক সৃষ্টি করে চলেছেন তিনি। তাঁর হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে আইফেল টাওয়ার, হাওড়া ব্রিজ আবার সোফা সেট। কেন হঠাৎ চাল দিয়ে নানা কারিকুরির ইচ্ছা হল? তা খোলসা করেছেন খোদ শিল্পী নিজেই। তিনি চাইতেন অন্যরকম কিছু করতে। ভিড়ের মাঝে ব্যতিক্রমী হয়ে ওঠার নেশাতেই চাল এবং আঠা দিয়ে কারুকাজ শুরু করেন।

[আরও পড়ুন: যাদবপুর কাণ্ডের মাঝে ফের অঘটন, দুর্গাপুরে হস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ]

বহু বছর ধরে এই কারিকুরি করে শিল্পীর সাফল্যের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। এবার লক্ষ্য জাতীয় পুরস্কার। সেই লক্ষ্যেই নানা সৃষ্টি করে চলেছেন তিনি। তবে এই কাজ করে খুব যে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে তা নয়। কেবলমাত্র মনের তাগিদে নতুন নতুন সৃষ্টিই এখন জীবনে চলার পথে মূল উদ্দেশ্য শিল্পীর।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: চন্দ্রযান ৩-এর সাফল্যে রাজ্য বিধানসভায় আলোচনা প্রস্তাব, ধন্যবাদজ্ঞাপন ইসরোর বিজ্ঞানীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement