shono
Advertisement

বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, আতঙ্ক বালুরঘাটে

বিকল্প রাস্তা চালুর আশ্বাস প্রশাসনের। The post বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, আতঙ্ক বালুরঘাটে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM Sep 25, 2018Updated: 02:00 PM Sep 25, 2018

রাজা দাস, বালুরঘাট: মাঝেরহাট ব্রিজ তখনও ভেঙে পড়েনি। ব্রিজ কালী সেতুর বেহাল দশায় আতঙ্ক ছড়িয়েছিল বালুরঘাটে। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিতও হয়েছিল। মাঝেরহাটে সেতু বিপর্যয়ের পর এবার বালুরঘাটের ব্রিজ কালী সেতুকে বিপজ্জনক বলে ঘোষণা করল প্রশাসন। ব্রিজে ভারী যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বস্তুত, দক্ষিণ দিনাজপুরে সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।     

Advertisement

[ ২২ ঘণ্টা পর উঠল আদিবাসীদের রেল অবরোধ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন]

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বুকে চিরে বয়ে গিয়েছে আত্রেয়ী নদী। শহরের ব্রিজ কালী এলাকায় নদীর উপরে রয়েছে একটি সেতু। সেতুটি ব্রিজ কালী সেতু নামে পরিচিত। বালুরঘাট শহর থেকে হিলি যাওয়ার রাস্তায় পড়ে এই ব্রিজ কালী সেতুটি। ফলে সেতুতে গাড়ি চলাচলের বিরাম নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৩৫ বছর আগে ব্রিজ কালী এলাকায় এই সেতুটি তৈরি করা হয়। মাস খানেক আগে সেতুতে ফাটল দেখতে পান তাঁরা। সেতুর ওঠার রাস্তা ও রেলিংগুলিও রীতিমতো বিপজ্জনক। সেতুটিকে বিপজ্জনক ঘোষণা করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কারণ, ব্রিজ কালী সেতুটি যে রাস্তার উপর, সেই রাস্তাটি জাতীয় সড়ক। কিন্তু, জেলা প্রশাসনের কোনও হেলদোল ছিল না। ফলে আতঙ্কে ছিলেন বালুরঘাটের ব্রিজকালী এলাকার বাসিন্দারা।

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুরে সেতু স্বাস্থ্য পরীক্ষা কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার বৈঠকে বসেছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। বৈঠকে বালুরঘাটে ব্রিজ কালী সেতুকে বিপজ্জনক বলে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রীতিমতো মাইকিং করে চলে প্রচার। এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক জানিয়েছেন, পরিদর্শনের পরই ব্রিজ কালী সেতুকে বিপজ্জনক বলে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বিকল্প রুটও জানিয়ে দেওয়া হবে।

[স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক]

The post বিপজ্জনক সেতুতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, আতঙ্ক বালুরঘাটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement