shono
Advertisement
Robbery

ভরদুপুরে সোনারপুরে দুঃসাহসিক ডাকাতি, গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লুট লক্ষাধিক টাকার গয়না

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Subhodeep MullickPosted: 08:51 PM May 21, 2025Updated: 09:18 PM May 21, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভরদুপুরে সোনারপুরে দুঃসাহসিক ডাকাতি। কর্মচারীর গলায় ধারালো ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না লুটের অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালিকাপুর-২ পঞ্চায়েতের সাহেবপুরে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বাইকে চেপে এক যুবক গয়না কিনতে দোকানে আসেন। তখন সেখানে ছিলেন শম্ভুনাথ চৌধুরী নামে এক কর্মচারি। কিন্তু কিছু অজুহাত দেখিয়ে কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে যান ওই যুবক। তারপর দুপুরে ফের তিনি দোকানে আসেন। অভিযোগ, তাঁর সঙ্গে আরও দুই যুবকও দোকানে প্রবেশ করেন। প্রত্যেকের মাথায় ছিল হেলমেট। ফলে তাঁদের মুখ দেখা যায়নি। কিছু বুঝে ওঠার আগেই একজন শম্ভুনাথের গলায় ধারাল অস্ত্র চেপে ধরেন। পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। সেই সময়ে বাকিরা দোকানে লুটপাট চালান। কিছুক্ষণ পর শম্ভুনাথকে হাত-পা বেঁধে ফেলে রেখে সেখান থেকে চম্পট দেন দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর এবং বারুইপুর থানার পুলিস। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রায় ৪০ লক্ষ টাকার গয়না দোকাটি থেকে খোয়া গিয়েছে।

দিনে দুপুরে এরকম জনবহুল এলাকায় ডাকাতির ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। আরও বেশি পরিমাণে পুলিসি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। পঞ্চায়েত প্রধান তাপস বিশ্বাস বলেন, “দিনের বেলায় এমন ঘটনা ঘটছে! বিশ্বাস করা যাচ্ছে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরদুপুরে সোনারপুরে দুঃসাহসিক ডাকাতি।
  • কর্মচারীর গলায় ধারালো ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না লুটের অভিযোগ।
  • বুধবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কালিকাপুর-২ পঞ্চায়েতের সাহেবপুরে।
Advertisement