shono
Advertisement

বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি, শাবকের জন্ম দিল সাদা বাঘ কিকা

এনিয়ে মোট রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দাঁড়াল ১১।
Posted: 03:56 PM Jul 17, 2023Updated: 04:00 PM Jul 17, 2023

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ফের নতুন অতিথির আগমন বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। জন্ম হল আরও এক ‘রয়্যাল’ শাবকের। এবার মা হল সাদা বাঘ (White tiger)কিকা। গত সপ্তাহে দুই শাবকের জন্ম দেয় সাদা বাঘ কিকা। অবশ্য একটি শাবককে মৃত। তবে আরেকটি শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছে  উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। আর এই নতুন খুদে অতিথির আগমনে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ থেকে বনদপ্তর।

Advertisement

কিকার সন্তান প্রসব হওয়ায় বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) সংখ্যা বেড়ে হল ১১ টি। বাঘ প্রজননে বেঙ্গল সাফারি পার্কের সফলতা এখন সারা দেশের মধ্যে অন্যতম। মাত্র সাত বছরে বাঘের সংখ্যা যে হারে বেঙ্গল সাফারি পার্কে বৃদ্ধি পেয়েছে, তাতে কেন্দ্রীয় জু অথরিটির নজর কেড়েছে বেঙ্গল সাফারি পার্ক। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দারুণ খুশির খবর। তবে আরেকটি শাবক জীবিত থাকলে খুশিটা দ্বিগুণ হতো। এই প্রথমবার মা হল কিকা। রয়্যাল বেঙ্গল বাঘের প্রজননে অন্যতম নিরাপদ স্থান বেঙ্গল সাফারি পার্ক।” রাজ্য জু অথরিটি সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, “মা ও শাবক ভাল আছে। একটি মৃত শাবকেরই জন্ম দিয়েছিল কিকা। মা ও শাবককে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পার্ক কর্তৃপক্ষকে।”

[আরও পড়ুন: ‘সব ছেড়ে চলে যাব…’, বলছেন জিতু! এদিকে নবনীতার হাতে শাঁখা-পলা দেখে খোঁচা নেটপাড়ার]

জানা গিয়েছে, ২০১৭ সালে শীলা ও স্নেহাশিসকে দিয়ে পথ চলা শুরু হয় বেঙ্গল সাফারি পার্কের। স্নেহাশিস ও শীলা দম্পতি তিন শাবকের জন্ম দেয়। তাদের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। নাম দেওয়া হয়েছিল কিকা, রিকা ও ইকা। পরবর্তীতে ইকার মৃত্যু হয়। কিকা আর রিকা সাফারি পার্কে বড় হতে থাকে। সেই সাদা বাঘ কিকাই এবার শাবকের জন্ম দিল। বর্তমানে কিকা ও তার শাবককে নাইট শেল্টারে ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে। আগামী তিনমাস মা ও শাবককে পর্যটকদের থেকে দূরে রাখা হবে। কিকার জন্য স্পেশ্যাল ডায়েটও (Special Diet) প্রস্তুত করেছে পার্ক কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি।

[আরও পড়ুন: ভোটে জিতেই প্রতিশ্রুতি রক্ষা, বৃদ্ধার ঘরে আলো জ্বালাল সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement