shono
Advertisement

রাজ্যের মুকুটে নয়া পালক, রাষ্ট্রসংঘে স্বীকৃতি পাচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্প

কন্যাশ্রী ও উৎকর্ষ বাংলার পর নয়া আন্তর্জাতিক স্বীকৃতি রাজ্যের৷ The post রাজ্যের মুকুটে নয়া পালক, রাষ্ট্রসংঘে স্বীকৃতি পাচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্প appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 PM Feb 20, 2019Updated: 03:51 PM Feb 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কন্যাশ্রী’ ও ‘উৎকর্ষ বাংলার’ পর ‘সবুজ সাথী’৷ আবারও বাংলার মুকুটে যুক্ত হচ্ছে নয়া পালক৷ রাষ্ট্রসংঘের তরফে পুরস্কার পেতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প৷ সূত্রের খবর, বিশ্বের সেরা পাঁচটি প্রকল্পের মধ্যে একটি নির্বাচিত হয়েছে ‘সবুজ সাথী’৷ আগামী ৯ এপ্রিল এই প্রকল্পকে স্বীকৃতি দেবে রাষ্ট্রসংঘ৷

Advertisement

[উরস থেকে ফেরার পথে গেদে স্টেশনে মিশল দুই বাংলার মন]

২০১৫-তে প্রথম স্কুল পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, এই প্রকল্পে সাইকেল বিলির ফলে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে কমেছে স্কুলছুটের সংখ্যা৷ সমীক্ষা বলছে, রাজ্যে মোট নবম শ্রেণি থেকে এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কলের সংখ্যা যথাক্রমে ৯ হাজার ২৪২টি এবং ৬ হাজার ৫০০টি। যাদের মধ্যে অনেক স্কুল রয়েছে মূল গ্রাম থেকে পাঁচ বা সাত কিলোমিটার দূরে৷ আগে এই সমস্ত স্কুলে হেঁটে যেতে হত পড়ুয়াদের৷ তবে ২০১৫-তে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ঘোষণার পর, সেই পথ এখন সাইকেলে যায় পড়ুয়ারা৷ এই প্রকল্প রাজ্যের শিক্ষিতের হার বৃদ্ধিতেও সাহায্য করেছে বলে মত শিক্ষা মহলের৷

[ডুয়ার্সে পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর]

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের এক সংস্থার বিচারে চ্যাম্পিয়ন প্রকল্পের শিরোপা পেয়েছে ‘উৎকর্ষ বাংলা।’ এই প্রকল্পও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। এক্ষেত্রেও প্রকল্পের নাম তাঁরই দেওয়া। রাজ্যের যুবক-যুবতীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প ফলপ্রসূও হয়েছে। কেন্দ্রের সরকার আগেই এই ক্ষেত্রে রাজ্যকে সেরার সম্মানে ভূষিত করেছিল। এবার সম্মানের শিরোপা এল রাষ্ট্রসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ-এর তরফে।

The post রাজ্যের মুকুটে নয়া পালক, রাষ্ট্রসংঘে স্বীকৃতি পাচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement