shono
Advertisement

মুখ্যমন্ত্রীর বৈঠকে ‘বিদ্রোহী’ সব্যসাচী, জলাজমি ভরাটের প্রসঙ্গ তুলে মমতার দৃষ্টি আকর্ষণ

এদিনের বৈঠকে সব্যসাচীর উপস্থিতি নতুন সম্ভাবনা উসকে দিল৷ The post মুখ্যমন্ত্রীর বৈঠকে ‘বিদ্রোহী’ সব্যসাচী, জলাজমি ভরাটের প্রসঙ্গ তুলে মমতার দৃষ্টি আকর্ষণ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:52 PM Jul 26, 2019Updated: 03:17 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকদিনই৷ এনিয়ে জলঘোলা, কাদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি৷ কাজেই মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁকে দেখতে পাওয়া যাবে না, এই দৃশ্যই কাম্য ছিল না৷ তবু রাজনৈতিক মহলের সমস্ত হিসেবনিকেশ ওলটপালট করে দিয়ে তিনি এলেন উত্তর ২৪ পরগনায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে৷ এলেন, অভিযোগও তুললেন, প্রশাসনিক প্রধানের কাছে আবেদন জানালেন যথাযথ পদক্ষেপ নেওয়ার৷

Advertisement

[আরও পড়ুন: ‘চাইলেই সব মিলবে না, সরকারের টাকার অবস্থা ভাল নয়’, কড়া মন্তব্য মমতার]

শুক্রবার মধ্যমগ্রামে জেলার প্রশাসনিক বৈঠকে বিধাননগর পুরসভার সদ্যপ্রাক্তন মেয়র তথা তৃণমূলের অন্যতম বিতর্কিত নেতা সব্যসাচী দত্তর উপস্থিতি এভাবেই সমীকরণ বদলে দিল৷ এদিন বৈঠকের মধ্যভাগে সব্যসাচী দত্ত উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলেন, রাজারহাট-নিউটাউন এলাকায় জলাজমি ভরাটের সমস্যা হচ্ছে৷ এনিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেও, কোনও লাভ হয়নি বলে অভিযোগ করলেন৷ এনিয়ে মুখ্যমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আরজিও জানান৷ সূত্রের খবর, সব্যসাচী নাকি এও বলেন, ওই সমস্যা সমাধান করতে চেয়েও তিনি পারেননি৷ আর সেই ব্যর্থতার দায় নিয়ে তিনি মেয়রের পদ ছেড়েছেন৷ যে অভিযোগ তিনি পদত্যাগের দিনও করেছিলেন৷ এক কাউন্সিলরের বিরুদ্ধে এমন বেআইনি কাজের অভিযোগ তুলেছিলেন সব্যসাচী দত্ত৷

সূত্রের খবর, এদিনের বৈঠকে সব্যসাচীকে দেখে মুখ্যমন্ত্রী নিজেও কিছুটা অবাক হয়েছেন৷ তাঁর বক্তব্য বিশেষ আমল না দিয়ে তিনি সকলের উদ্দেশে বলেন, জলাজমি, পুকুর যাতে বেআইনিভাবে ভরাট না হয়, সেদিকে সকলকেই সমানভাবে নজর রাখতে হবে৷ আর সব্যসাচীকে তিনি বলেন, মিউনিসিপ্যালিটি তো তাঁরাই চালিয়েছে৷ তাই তাঁদের জানার কথা এধরনের সমস্যায় কী করতে হয়৷ ফলে সব্যসাচী দত্তর অভিযোগকে আদৌ কতটা গুরুত্ব দিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী, সে বিষয়ে কোনও ইঙ্গিত অন্তত এই বৈঠকে পাওয়া গেল না৷

[আরও পড়ুন:সাফাইকর্মীর আত্মহত্যা, কর্তৃপক্ষকে দায়ী করে কর্মবিরতিতে কৃষ্ণনগর পুরসভার কর্মীরা]

তবে এদিনের জেলা প্রশাসনিক বৈঠকে সব্যসাচীর উপস্থিতিই যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল, তা বলাই বাহুল্য৷ এমনিতেই লোকসভা ভোটের পর থেকে সব্যসাচী দত্তর ভূমিকা নিয়ে বিস্তর বিতর্ক, গুঞ্জন চলেছে৷ তাঁর প্রতি তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়ের ‘অভিভাবকসুলভ’ আচরণ এসবই চূড়ান্ত জল্পনার জন্ম দিয়েছে৷ বিধাননগরের প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষামাত্র, সেটাও মনে করছিলেন অনেকে৷ এমনকী এই বৈঠকের শেষ মুহূর্ত পর্যন্ত সব্যসাচী আসবেন বলে কোনও খবর ছিল না৷ কিন্তু শুক্রবারের ঘটনা ফের নতুন করে নানা সম্ভাবনার জন্ম দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

The post মুখ্যমন্ত্রীর বৈঠকে ‘বিদ্রোহী’ সব্যসাচী, জলাজমি ভরাটের প্রসঙ্গ তুলে মমতার দৃষ্টি আকর্ষণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement