shono
Advertisement

দোলে রঙিন সৌমিত্র, বাইকে সঙ্গী নববিবাহিত স্ত্রী, পরনে হলুদ-লাল রংমিলান্তি পোশাক

দোলের দিন বাইকে চড়ে বিষ্ণুপুরের অলিগলিতে ঘুরে বেড়ালেন দুজনে।
Posted: 11:26 AM Mar 25, 2024Updated: 11:50 AM Mar 25, 2024

অসিত রজক, বিষ্ণুপুর: গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে পা রাখতে পারেননি সৌমিত্র খাঁ। তাঁর হয়ে দিনরাত প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা। তবে পাঁচ বছরে বদলে গিয়েছে সব কিছু। সম্পর্কের সমীকরণ এখন অন্যরকম। সুজাতা এবং সৌমিত্র এখন একে অপরের প্রাক্তন। ভোটের মুখে এখন সৌমিত্রর প্রচারে সঙ্গী তাঁর নববিবাহিত স্ত্রী। দোলের দিন বাইকে চড়ে বিষ্ণুপুরের অলিগলিতে ঘুরে বেড়ালেন দুজনে। খেললেন দোলও।

Advertisement

সোমবার সাতসকালে বাড়ি থেকে বেরন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। পরনে হলুদ-লাল পাঞ্জাবি ও ধুতি। বাইকে চড়ে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে মন্দিরে যান। সঙ্গী নববিবাহিত স্ত্রী। তাঁর পরনেও সৌমিত্রর সঙ্গে রংমিলান্তি শাড়ি। মন্দিরে বাবা, মা, দিদি, দাদা-সহ পরিবারের সকলে সঙ্গে দোল খেলেন সৌমিত্র।

[আরও পড়ুন: ‘দেবের নির্দেশে বিজেপি কর্মী খুন’, মৃতের মায়ের সামনে বিস্ফোরক দাবি হিরণের]

এদিন স্থানীয় বাজারেও যান সৌমিত্র। সেখানে সবজি বিক্রেতাদের আবির মাখান। দোলের শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার দিনভর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রবীণদের পায়ে আবির দিয়ে প্রণাম এবং ছোটদের দোলের শুভেচ্ছা বিনিময় করবেন বলেই জানান সৌমিত্র।

সামনেই ভোট। প্রায় প্রতিদিনই প্রচারে বেরতে হচ্ছে সৌমিত্র। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) মুখে যেন ক্লান্ত হওয়ায় মানা। তাই পরিবারকে দেওয়ার মতো সামান্য সময়টুকুও নেই। এই ব্যস্ততার মাঝে দোলের আনন্দে মেতে উঠতে পারায় উচ্ছ্বসিত সৌমিত্র। তিনি বলেন, “বিগত দিনগুলিতে পরিবারকে সময় দিতে পারিনি। আজ আমি খুব আনন্দিত। জীবন তো এগিয়ে যায় থেমে থাকে না। কারও ভুলের জন্য থমকে থাকত পারে না।”

বাঙালির উৎসব মানেই পেটপুজো। দোলের দিনে সৌমিত্রর হেঁশেলে বিশেষ রান্নাবান্না যে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে সোমবার শিব আরাধনার দিন। তাই মাছ, মাংস খান না সৌমিত্র। সে কারণে নিরামিশ রকমারি পদেই পেটপুজো সারবেন বিজেপি প্রার্থী।

[আরও পড়ুন: হোলির পরদিন অফিস? হ্যাংওভার কাটাবেন কী করে? রইল দারুণ টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার