shono
Advertisement

কারখানার পুরু লাল ধোঁয়ায় ঢেকেছে আকাশ, আতঙ্ক দুর্গাপুর ইস্পাত নগরীতে

প্ল্যান্ট সংস্কারে গাফিলতির ফলেই লিকেজ, মানছে কর্তৃপক্ষ৷ The post কারখানার পুরু লাল ধোঁয়ায় ঢেকেছে আকাশ, আতঙ্ক দুর্গাপুর ইস্পাত নগরীতে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:55 PM Jun 16, 2018Updated: 06:25 PM Jun 16, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ইস্পাত কারখানা থেকে অনর্গল লাল ধোঁয়া মিশছে বাতাসে৷ ধোঁয়ার ভিতরে থাকা লোহার গুঁড়ো ছড়িয়ে পড়ছে আশপাশের লোকালয়ে৷ দুই নম্বর জাতীয় সড়কও ঢেকে গেছে ঘন লাল ধোঁয়ায়৷ শনিবার সকাল ন’টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুরে শিল্পাঞ্চলে৷ আতঙ্কে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে৷ চোখে মুখে ঢুকে যায় লোহার গুঁড়ো। ফলে দরজা জানলা বন্ধ করেই দিন কাটালো ইস্পাত নগরবাসী৷

Advertisement

[ঝিটকার জঙ্গলে বড়সড় বাস দুর্ঘটনা, অন্তত ৬ জনের মৃত্যু]

শনিবার সকালে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা৷ আচমকাই বেসিক অক্সিজেন ফার্নেস (বিওএফ) বিভাগের কনভার্টার গ্যাস ক্লিনিং প্ল্যান্টের পরিশোধকে সমস্যা দেখা দেয়। লোহা তৈরির পর এই পাইপলাইন দিয়ে লোহার গুঁড়ো ও গ্যাস গিয়ে সোজা চলে যায় ক্লিনিং প্ল্যাণ্টে৷ সেখান থেকে লোহার গুঁড়ো আলাদা হয়ে ফের তা চলে যায় অন্য বিভাগে৷ গুরুত্বপূর্ণ এই মেশিনেই দেখা দেয় গলদ। ফলে লোহার গুঁড়ো মিশ্রিত ধোঁয়া হু হু করে বেরিয়ে আসতে থাকে৷ প্রথমে কারখানার ভিতরে এবং পরে তা ছড়িয়ে পড়তে থাকে কারখানার বাইরেও৷ দুর্গাপুর ইস্পাত কারখানা লাগোয়া গ্রামের আকাশ লাল ধোঁয়ায় ঢেকে যায়৷ ক্রমেই পুরু হতে থাকে এই ধোঁয়া৷ ছড়িয়ে পড়তে থাকে দুর্গাপুর ইস্পাত কারখানা লাগোয়া দুই নম্বর জাতীয় সড়কে৷ জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ ঢেকে যায় লাল ধোঁয়ায়৷ দৃশ্যমানতা শূন্য হয়ে যায়৷ প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷

[এসি ঘরে বসে মদ্যপানের শখ, ফন্দি এঁটে হাসপাতালে হাজির রিকশাওয়ালা]

বাসিন্দাদের অভিযোগ, ওই ধোঁয়ার ঝাঁজালো গন্ধে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ৷ সঙ্গে সঙ্গে ওই পরিশোধক সংস্কারের করার কাজ শুরু করেন তাঁরা৷ প্রায় চার ঘণ্টা পর ধীরে ধীরে হালকা হয় বাতাস৷ সংস্কারে গাফিলতির কারণেই এই লিকেজ হয়েছে মনে করছেন দূর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ৷ কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার জানান, যে অংশ দিয়ে এই ধোঁয়া লিক করেছিল, সঙ্গে সঙ্গে সেই অংশটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তবে গ্রামের বাসিন্দাদের মধ্যে এখনও কাটছে না আতঙ্ক৷

 

ভিডিও- উদয়ন গুহরায়

The post কারখানার পুরু লাল ধোঁয়ায় ঢেকেছে আকাশ, আতঙ্ক দুর্গাপুর ইস্পাত নগরীতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement