shono
Advertisement

Breaking News

Kalna

'ওরা আমাকে বাঁচতে দেবে না', মাকে ফোনের পরই কালনার রেললাইনের ধারে মিলল ছাত্রীর দেহ

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে।
Published By: Paramita PaulPosted: 11:33 AM Nov 09, 2024Updated: 12:47 PM Nov 09, 2024

অভিষেক চৌধুরী, কালনা: স্কুলছাত্রীর রহস্যমৃত্যু। শুক্রবার সন্ধেয় টিউশন থেকে ফেরার সময় কালনায় রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয়। মৃতের মায়ের দাবি, সন্ধেয় ফোন করে মেয়ে বলেছিল, 'ওরা আমাকে বাঁচতে দেবে না।' প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে তাকে। কিন্তু কে বা কারা, কেন এই ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

মৃতার নাম অঙ্গনা হালদার ওরফে পিউ। বয়স ১৮ বছর। বাড়ি কালনার ধাত্রীগ্রামের দাসপাড়ায়। এলাকার একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। শুক্রবার রাতে কালনা স্টেশনের কিছুটা দূরেই রেললাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। কালনা জিআরপি দেহ উদ্ধার করে তদন্তে নামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ মায়ের সঙ্গে টোটোয় চেপে আমলাপুকুরে পড়তে যায় অঙ্গনা। সে টিউশনে চলে যাওয়ার পর তার মা কাছাকাছি এলাকাতেই ছিলেন। সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ ওই পড়ুয়া ফোনে মাকে জানায় যে, “ওরা আমাকে বাঁচতে দেবে না।” এর পরই ফোন সুইচড অফ হয়ে যায়। আর যোগাযোগ করা যায়নি। বিপদের আশঙ্কায় কালনা থানায় যায় পরিবার। এর কিছুক্ষণের মধ্যে জিআরপি থানার পুলিশ কালনা স্টেশন থেকে কিছুটা দূরে ডাউন লাইনের ধারে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক দেবীপ্রসাদ বাগ বলেন, "আমি শুনলাম মেয়েটির দেহ উদ্ধার হয়েছে। মাকে ফোন করে বলেছিল, 'ওরা আমাকে বাঁচতে দেবে না।' ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে শুনছি। কিন্তু যতক্ষণ না পুলিশ তদন্ত করছে, ততক্ষণ কিছু স্পষ্ট করে বলতে পারছি না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সন্ধেয় পড়ে ফেরার সময় কালনায় রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয়।
  • মৃতের মায়ের দাবি, সন্ধেয় ফোন করে মেয়ে বলেছিল, 'ওরা আমাকে বাঁচতে দেবে না।'
  • প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে তাকে।
Advertisement