স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: সামনে ২৬ জানুয়ারি৷ তার আগে মকরসংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা৷ দেশবিদেশের কয়েক লক্ষ পুণ্যার্থী এবারেও আসছেন বাংলার এই পুণ্যক্ষেত্রে৷ কিন্তু, পাঠানকোট ও উরিতে দু-দফায় ভয়াবহ জঙ্গি হানার ঘটনা মাথায় রেখে সতর্ক কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা৷ নাশকতার আশঙ্কা মাথায় রেখেই অন্য বছরের তুলনায় এ-বছর বাড়তি সতর্ক দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন৷ কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ বস্তুত, এই কারণে সাদা পোশাকের পুলিশ এবং মহিলা নিরাপত্তাকর্মী অন্যবারের তুলনায় বেশি থাকছে৷ সঙ্গে এবছরই প্রথম গোটা মেলা চত্বরে ১৫০টি সিসিটিভি বসানো হয়েছে৷ ২৪ ঘণ্টা কন্ট্রোলরুমে থাকছেন আইপিএস পদমর্যাদার অফিসাররা৷
গঙ্গাসাগরে এখন সাধুদের ভিড় শুরু হয়ে গিয়েছে৷ নামখানা ও কাকদ্বীপে সাধুরা আসতে শুরু করে দিয়েছেন৷ সাধুদের পাশাপাশি পুণ্যার্থীদের ভিড়ও চোখে পড়ছে গঙ্গাসাগরে৷ গত ৭ জানুয়ারি থেকেই গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে৷ নাগা সাধুদের ভিড়ও চোখে পড়ছে৷ এবার নোটের ঝামেলায় গঙ্গাসাগরে সাধু ও পুণ্যার্থীরা কিছুটা সমস্যায় পড়লেও মেলাতে তা ভাটার সৃষ্টি করছে না৷ গঙ্গাসাগর মেলাকে সফল করে তুলতে সবরকম ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন৷ গঙ্গাসাগর মেলার জন্য এবার ১০০-র বেশি বাস নামানো হয়েছে৷ গঙ্গাসাগরে প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ প্রচুর সরকারি স্বাস্থ্যকর্মী গঙ্গাসাগরে ইতিপূর্বেই উপস্থিত হয়েছেন৷ বাসের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও দেওয়া হয়েছে পুণ্যার্থীদের সুবিধার্থে৷ সরকারি তরফে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷
আরও পড়ুন –
(মহিলাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন স্বয়ং গান্ধীজিও!)
(প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার)
The post নাশকতার আশঙ্কা, ১৫০ সিসিটিভিতে মুড়ে ফেলা হল গঙ্গাসাগর চত্বর appeared first on Sangbad Pratidin.
