shono
Advertisement

হাতির সঙ্গে সেলফি, পালিয়ে প্রাণে বাঁচলেন পাঁচ পর্যটক

জঙ্গলপথে নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি অতি উৎসাহী পর্যটকদের এই প্রবণতা বন্ধ করতে ভাবনাচিন্তা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের সহকারী বনাধিকারিক বাদল দেবনাথ জানিয়েছেন৷ The post হাতির সঙ্গে সেলফি, পালিয়ে প্রাণে বাঁচলেন পাঁচ পর্যটক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM Jul 09, 2016Updated: 10:08 AM Jul 09, 2016

নিজস্ব সংবাদদাতা: একই জায়গায়, একই কায়দায় আবারও সেই বেপরোয়া মনোভাব৷ এবারও প্রাণ হাতে করে নিয়ে পালিয়ে বাঁচলেন পাঁচ পর্যটক৷ ঘটনাস্থল গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জঙ্গলপথ৷
বৃহস্পতিবার ইদের সন্ধ্যায় রাস্তার উপর সপরিবার দাঁড়িয়ে থাকা হাতির দলের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদ ডেকে আনেন পাঁচ পর্যটক৷ প্রত্যক্ষদর্শীরা ও উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন, রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে পড়ায় কার্যত বিভ্রান্ত হয়েই গরুমারার জঙ্গল থেকে লাটাগুড়ির জঙ্গলে যাওয়ার পথে দাঁড়িয়ে যায় ছয় হাতির একটি দল৷ সেই সময়ে হাতির দলটিকে পিছনে রেখে নিজেদের মোবাইল থেকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন পাঁচ পর্যটক৷ তখন ঘটনাস্থলে উপস্হিত আইনজীবী তথা পরিবেশপ্রেমী স্বরূপ মণ্ডল জানান, যে কোনও সময় বিপদ হতে পারে বুঝতে পেরে পর্যটক দলটিকে সেলফি তোলা বন্ধ করে সরে আসার জন্য বার বার অনুরোধ জানান তিনি এবং উপস্থিত বনকর্মীরা৷
কিন্তু কে শোনে কার কথা! নানা কায়দায় ছবি তোলায় ব্যস্ত সকলেই৷ আচমকাই খেপে ওঠে দলের একটি হাতি৷ পর্যটক দলটির দিকে রীতিমতো তেড়ে-ফুঁড়ে আসে সে৷ কোনওমতে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান পাঁচ পর্যটক৷ পাঁচ পর্যটকের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ গরুমারা বন্যপ্রাণ বিভাগ৷ মাস তিনেক আগেও একই ঘটনা ঘটিয়েছিলেন বেশ কয়েকজন পর্যটক৷ সেলফি তুলতে গিয়ে হাতির তাড়া খেয়েছিলেন তাঁরা৷
গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার অলোক বসু জানান, পর্যটক দলটি সম্ভবত বাইরে থেকে এসেছিল৷ ঘটনার পর দলটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হলেও বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে পাঠাতে ব্যস্ত হয়ে পড়ার সুযোগে পালিয়ে যায় সকলে৷ একের পর এক ঘটনার থেকে শিক্ষা নিয়ে গরুমারার এই জঙ্গলপথে নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি অতি উৎসাহী পর্যটকদের এই প্রবণতা বন্ধ করতে ভাবনাচিন্তা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের সহকারী বনাধিকারিক বাদল দেবনাথ জানিয়েছেন৷

Advertisement

The post হাতির সঙ্গে সেলফি, পালিয়ে প্রাণে বাঁচলেন পাঁচ পর্যটক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement