সৌরভ মাজি, বর্ধমান: পড়ে গিয়ে চোট পেয়েছিলেন পায়ে। রাজ্যের হাসপাতালে এক্স-রে করতে গিয়ে না করেই ফিরতে হল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে (Siddiqullah Chowdhury)। যা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মন্ত্রী। প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা।
জানা গিয়েছে, পায়ে চোট পেয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাঁকে এক্স-রে করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেই কারণে মঙ্গলবার সন্ধের পর মেমারি গ্রামীণ হাসপাতালে যান মন্ত্রী। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন নির্দিষ্ট সময়ের পর আর এক্স-রে করা হয় না। ফলে এক্স-রে না করিয়েই ফিরতে হয় মন্ত্রীকে। যা নিয়ে উষ্মা প্রকাশও করেন মন্ত্রী। তিনি বলেন, “একটা নির্দিষ্ট সময়ের পর এক্স-রে হবে না এটা ঠিক নয়। আমার জানা ছিল না ওপিডি টাইমের পর এক্স-রে হয় না এখানে। তাহলে আসতাম না।”
[আরও পড়ুন: রাজবংশী মুখের পর এবার কি কীর্তন শিল্পী? বাংলায় বিজেপির রাজ্যসভার প্রার্থী কে?]
মন্ত্রী আরও বলেন, এক্স-রে একটা বড় বিষয়। মানুষ যাতে এই পরিষেবা সবসময় পেতে পারেন তার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, আগের তুলনায় এখন সরকারি হাসপাতালে পরিষেবা অনেক উন্নত হয়েছে। তিনি নিজেও সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে থাকেন। প্রসঙ্গ, এদিনই বাড়িতে পড়ে গিয়েছিলে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পায়ে আঘাত লেগেছে। চিকিৎসক এক্স-রে করানোর পরামর্শ দেন। কিন্তু এদিন আর তা করাতে পারেননি মেমারি হাসপাতালে।