দু'দশক পর ফের রাজনৈতিক উত্তাপ বাড়ছে সিঙ্গুরে! লড়াই মমতা বনাম সিপিএম নয়। যুদ্ধের ময়দানে এখন মোদি বনাম দিদি। সিঙ্গুরবাসীর মনে প্রশ্ন শিল্প আসবে? এই আবহে প্রধানমন্ত্রীর পর আগামিকাল বুধবার সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সভাস্থল টাটা কারখানার মাঠ থেকে সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা মুখ্যমন্ত্রীর। যা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। সাজ সাজ রব সিঙ্গুরজুড়ে। কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, নতুন কোনও শিল্প বিনিয়োগ নিয়ে তিনি কথা বলবেন কি না, সেই দিকে তাকিয়ে সিঙ্গুরবাসীর।
বুধবার সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য পঞ্চায়েত স্তরে ছোট ছোট উপভোক্তাকে হাজির করা হবে। প্রশাসনিক কর্মসূচি হলেও জেলাজুড়ে একযোগে অসংখ্য সভা কার্যত বেনজির বলেই মনে করছে প্রশাসন মহল। এদিকে আজ, মঙ্গলবার শেষ মুহূর্তে সভাস্থল পরিদর্শন করেন সাংসদ, বিধায়ক-সহ জেলা পরিষদের আধিকারিকরা।
প্রশাসনিক সভার পর, সিঙ্গুরে জনসভাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই সভায় দু'লক্ষ লোক হাজির করানোর টার্গেট নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যাতে ২ লক্ষ লোক ধরানো যায়, তাই বড় মাঠ বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, "নরেন্দ্র মোদির সভায় প্রায় ৪০ হাজার লোক হয়েছিল। আমাদের টার্গেট দু’লক্ষ মানুষের সমাগম। তাই যেখানে দু’লক্ষ মানুষ ধরবে, সেখানেই আমাদের সভা করতে হবে।"
