জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের পরিবারকে এসআইআর শুনানির নোটিস। স্ত্রী, পুত্র-সহ পরিবাররের সাতজনের নামে নোটিস এসেছে বলে জানিয়েছেন সাংসদ। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। খলিলুর বলেন, "গতকাল রাত সাড়ে ৯টার সময় নোটিস দিয়ে এসেছেন বিএলও। জানি না আরও অনেকের নামে নোটিস আসতে পারে।"
সামশেরগঞ্জ বিডিও অফিসে এসআইআর হিয়ারিং প্রক্রিয়া চলছে। সেই হিয়ারিং ক্যাম্প পরিদর্শন করেন সাংসদ। এদিন তিনি শুনানি অংশ নেওয়া ভোটারদের সঙ্গে কথা বলে জানতে চান কোনও অসুবিধা হচ্ছে কি না। তারপর পরিবারের সদস্য ও অসংখ্য সাধারণ মানুষকে অহেতুক ডেকে হয়রানির অভিযোগ তুলে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি।
সাংসদ বলেন, "ওরা মানুষের কাজ করে না। মানুষের পাশে থাকে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করতে চায়। বাংলার মানুষ তা হতে দেবে না।" পরিবারের সদস্যদের নামে শুনানির নোটিস আস নিয়ে তিনি বলেন, "শুনানি প্রক্রিয়ায় আমাকে ডাকা হয়নি। তবে স্ত্রী ও ছেলেদের নোটিস দেওয়া হয়েছে। জানি না, হয়তো সেই সংখ্যা আরও বাড়তে পারে।
পাশাপাশি মানুষের হয়রানি বন্ধ ও সামশেরগঞ্জ ব্লকের প্রতিটা অঞ্চল ভিত্তিক হিয়ারিং করার জন্য জেলাশাসককে আবেদন জানাবেন বলে জানিয়েছেন জঙ্গিপুরের সাংসদ। এনিয়ে বুধবার জেলাশাসকের সঙ্গে কথা বলবেন তিনি।
