shono
Advertisement
SIR in West Bengal

SIR শুনানি কেন্দ্র যেন বিয়ের আসর! লাইনে বর-সহ ৩৮ জন বরযাত্রী

রাজ্যজুড়ে এসআইআর শুনানি চলছে। বিভিন্ন জায়গায় শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে শুনানির নামে হেনস্থার অভিযোগও উঠেছে। তবে বর-সহ গোটা বরযাত্রী শুনানির লাইনে! এমন ঘটনা এখনও অবধি হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের।
Published By: Suhrid DasPosted: 05:37 PM Jan 27, 2026Updated: 06:57 PM Jan 27, 2026

রাজ্যজুড়ে এসআইআর (SIR in West Bengal) শুনানি চলছে। বিভিন্ন জায়গায় শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে শুনানির নামে হেনস্থার অভিযোগও উঠেছে। তবে বর-সহ গোটা বরযাত্রী শুনানির লাইনে! এমন ঘটনা এখনও অবধি হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিনই বিয়ে, আবার এসআইআর শুনানির জন্য ডাকও পড়েছে। তবে এখন উপায়? এ তো কূল রাখি না মান রাখি... অবস্থা। শেষপর্যন্ত বর ও অন্যান্যরা ঠিক করেন শুনানি সেরেই যাওয়া হবে বিয়ের আসরে।

Advertisement

যেমন ভাবা, তেমন কাজ। বরের বেশে এসআইআর শুনানিতে হাজির হবু বর। কারণ মঙ্গলবার শুনানির দিনই পড়েছে তাঁর বিয়ের দিন। বরের সঙ্গে শুনানিতে ডাক পাওয়া আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী বরযাত্রীরাও লাইনে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বর ও বরযাত্রীকে এভাবে শুনানি কেন্দ্রে দেখে হতবাক হয়েছিলেন স্থানীয়রা। ঘটনায় হবু বর উগরে দিয়েছেন তাঁর ক্ষোভ। বরের সঙ্গে শুনানিতে ডাক পেয়ে হাজির পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশী মিলিয়ে ৩৮ জন বরযাত্রীও। শুভদিনে এই শুনানির ডাক হয়রানি ছাড়া যে কিছুই নয়, তা জানিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করলেন বর-সহ বরযাত্রীর দল।

শুনানি চলছে বরের। নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি-কালিনগর গ্রাম পঞ্চায়েতের ষাটমনিষা গ্রাম। ২৬২ নম্বর বুথের ভোটার আনোয়ার হোসেন খানের আজ, মঙ্গলবার বিয়ে। বিয়ে করতে যাওয়ার আগে তাই বরের সাজে শুনানিতে হাজিরা দিতে একরকম বাধ্য হয়েছেন তিনি। তাঁর সঙ্গে শুনানির নোটিস পেয়ে শুনানির লাইনে দাঁড়িয়েছেন বরযাত্রীরাও। কারণ বরের পরিবার, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশী মিলিয়ে ৩৮ জনের নামেই এসেছিল শুনানির নোটিশ। সকলেই তাঁরা বরযাত্রী। ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ বর-সহ বরযাত্রীরা। এসআইআর-এ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দেওয়া সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির এই নোটিস নি:সন্দেহে হয়রানি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তাঁরা। নির্বাচন কমিশনের অযথা হয়রানিতে তাঁদের আজকের এই শুভ অনুষ্ঠানের অনেক আচার অনুষ্ঠান ও ধর্মীয় রীতিনীতিতে ছেদ পড়ার আশঙ্কায় রীতিমতো উদ্বিগ্ন ছিলেন বলেই জানিয়েছেন তাঁরা। সাধারণ মানুষের এভাবে অযথা হয়রানি অবিলম্বে বন্ধ হোক বলেও দাবি করেছেন বর ও বরের পরিবার-পরিজনেরা।

মেয়ের বাড়ি হাওড়ায়। ডায়মন্ড হারবার থেকে হাওড়ায় যেতেও অনেকটা সময় লাগবে। শুনানিতে দেরি হলে অনুষ্ঠানপর্বেও দেরি হবে। সেই দুশ্চিন্তাও ছিল তাঁদের। জানা গিয়েছে, শুনানির পর দ্রুত হাওড়ার দিকে রওনা হন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement