shono
Advertisement
Varun Dhawan

'বর্ডার ২-তে হৃদয় নিংড়ে অভিনয় করেছ', ট্রোলিংয়ের মুখে পড়া বরুণে আপ্লুত আলিয়া

শুরু থেকেই নেটিজেনদের আপত্তি উঠেছে বরুণের অভিনয় নিয়ে। একাংশের দাবি, বরুণ ধাওয়ান অভিনয়ই পারেন না। আরেকাংশ আবার, অভিনেতার শারীরিক গড়ন নিয়ে ব্যঙ্গ করে বলছেন, এমন স্থূলকায় চেহারার জওয়ান একেবারে বেমানান!
Published By: Biswadip DeyPosted: 08:24 PM Jan 27, 2026Updated: 10:08 PM Jan 27, 2026

বরুণ ধাওয়ান। ‘বর্ডার ২’-এর টিজার ঘিরে শুরু থেকেই ট্রোলড হতে হয়েছে তাঁকে। প্রশ্ন উঠেছে, বরুণের অভিনয় দক্ষতা নিয়ে। এমনকী একাংশ আবার খুল্লমখুল্লা অভিনেতার ‘বডি শেমিং’-এও লিপ্ত হয়েছিলেন। ছবি অবশ্য মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দৌড়াচ্ছে। এর মধ্যেই 'বন্ধু'র অভিনয়ে মজলেন আলিয়া ভাট। জানালেন, বরুণের অভিনয় যেন স্টেডিয়াম পেরনো ছক্কা!

Advertisement

সোশাল মিডিয়ায় আলিয়া লিখেছেন, 'কী সুন্দর ছবি... অনুরাগ সিংয়ের ছবিতে সমস্ত অভিনেতাই চমৎকার কাজ করেছেন! সানি, দলজিৎ, অহন, সোনম এবং আমার প্রিয় বন্ধুও বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। হৃদয় নিংড়ে অভিনয় করেছে ও। প্রতিটি ফ্রেমেই নিজেকে উজাড় করে দিয়েছে। বরুণ ধাওয়ান, তোমার জন্য আমি আনন্দিত। চমৎকার ভাবে বছরটা শুরু করলে! গোটা টিমকে অভিনন্দন।'

প্রশ্ন উঠেছে, বরুণের অভিনয় দক্ষতা নিয়ে। এমনকী একাংশ আবার খুল্লমখুল্লা অভিনেতার ‘বডি শেমিং’-এও লিপ্ত হয়েছিলেন। যদিও 'বন্ধু'র অভিনয়ে মজলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, শুরু থেকেই নেটিজেনদের আপত্তি উঠেছে বরুণের অভিনয় নিয়ে। একাংশের দাবি, বরুণ ধাওয়ান অভিনয়ই পারেন না। আরেকাংশ আবার, অভিনেতার শারীরিক গড়ন নিয়ে ব্যঙ্গ করে বলছেন, এমন স্থূলকায় চেহারার জওয়ান একেবারে বেমানান! এহেন বিতর্কের মাঝেই বরুণ ধাওয়ান সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন। যেখানে আচমকাই জনৈক নেটবাসিন্দা তাঁকে প্রশ্ন ছুড়ে বসেন, ‘আপনার অভিনয় নিয়ে এত ঠাট্টা-তামাশা করা হচ্ছে, আপনি কী বলবেন?’ বিষয়টি এড়িয়ে যাননি অভিনেতা। পালটা জবাবে বলেন, 'এই প্রশ্নগুলোই তো গানটিকে হিট করিয়ে দিল। ঈশ্বরের অশেষ কৃপা।' এবার বরুণের পাশে দাঁড়ালেন আলিয়া।

প্রসঙ্গত, শুরু থেকেই নেটিজেনদের আপত্তি উঠেছে বরুণের অভিনয় নিয়ে। একাংশের দাবি, বরুণ ধাওয়ান অভিনয়ই পারেন না। আরেকাংশ আবার, অভিনেতার শারীরিক গড়ন নিয়ে ব্যঙ্গ করে বলছেন, এমন স্থূলকায় চেহারার জওয়ান একেবারে বেমানান!

উল্লেখ্য, 'বর্ডার ২' ছবিটি ইতিমধ্যেই ১৯৩ কোটি ৪৮ লক্ষ টাকা রোজগার করে ফেলেছে। প্রথম দিন ছবিটি উপার্জন করেছিল ৩২ কোটির সামান্য বেশি। এরপর লাফিয়ে বেড়েছে অঙ্কটা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে তা দাঁড়িয়েছে যথাক্রমে ৪০ কোটি, ৫৭ কোটি, ৬৩ কোটি টাকা। আশা করা যাচ্ছে, আগামিদিনে তা আরও বাড়বে। এবছরের অন্যতম বাণিজ্যসফল হতে চলেছে ছবিটি, নিশ্চিত সিনে-বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement