shono
Advertisement

নদীতে আটকে ১৪ দিনের শাবক-সহ হাতির দল, প্লাবিত উত্তরবঙ্গে সংকটে বন্যপ্রাণ

উদ্ধারকাজে হাত লাগিয়েছে বনদপ্তর। The post নদীতে আটকে ১৪ দিনের শাবক-সহ হাতির দল, প্লাবিত উত্তরবঙ্গে সংকটে বন্যপ্রাণ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Jul 14, 2019Updated: 05:02 PM Jul 14, 2019

শান্তনু কর, জলপাইগুড়ি: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য হাহাকার করছেন বাসিন্দারা। আর উলটো ছবি উত্তরে। পাহাড় ও সমতলের কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। বিশেষত জলে ভাসছে জলপাইগুড়ির মালবাজার৷ প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। তারই মধ্যে চোখে পড়ল বন্যপ্রাণীদের অসহায়তা৷ ডুয়ার্স পাহাড়ে বৃষ্টির জেরে ডুডুয়া নদীতে আটকে পড়েছে হাতির দল। সঙ্গে রয়েছে একটি ১৪দিনের শাবক৷      

Advertisement

[আরও পড়ুন: ১০ টাকা না অন্য কোনও কারণ? বন্ধুকে হাতুড়ি মেরে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন]

চলতি বছরের শুরু থেকেই উত্তরের প্রতি অতিরিক্ত সদয় বর্ষা। তিনদিনেরও বেশি সময় ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েকদিনের বৃষ্টির কারণেই বিভিন্ন এলাকায় ধস নামছে। ধসের কারণে শিলিগুড়ির সঙ্গে একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে বৃষ্টির জেরে জল বেড়েছে নদীগুলির। ফলে প্লাবিত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা। আরও কয়েকদিন উত্তরের পরিস্থিতি এরকমই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে শনিবার জঙ্গল থেকে বেড়িয়ে বিপদের মুখে ১৪ দিনের শাবক-সহ ৬টি হাতির একটি দল।   

কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে ডুয়ার্স পাহাড়ে। একটানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে ডুডুয়া নদীর। আর এতেই বেকায়দায় ৬ টি দাঁতালের একটি দল। জানা গিয়েছে, শনিবার সোনাখালির জঙ্গল থেকে ওই এলাকায় প্রবেশ করেছিল হাতির দলটি। দিনের শেষে ফেরার সময় ডুডুয়া নদীতে আটকে পড়ে দাঁতালবাহিনী। তাদের সঙ্গে ১৪ দিনের একটি শাবক রয়েছে। সেই কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে একই জায়গায় আটকে থাকে হাতির দল। এরপর খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। শীঘ্রই তাদের উদ্ধার করে জঙ্গলে ফেরানো হবে বলে বনদপ্তর সূত্রে খবর। ১৪ দিনের শাবক দীর্ঘক্ষণ জলে আটকে থাকায় তার শারীরিক পরস্থিতি নিয়ে উদ্বিগ্ন বনদপ্তরের কর্মীরা।  

দেখুন ভিডিও:

             [আরও পড়ুন: “ইদের দিন শুভেচ্ছার বদলে পেয়েছি ‘জয় শ্রীরাম’ মেসেজ”, বিস্ফোরক অভিযোগ নুসরতের]

The post নদীতে আটকে ১৪ দিনের শাবক-সহ হাতির দল, প্লাবিত উত্তরবঙ্গে সংকটে বন্যপ্রাণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement