shono
Advertisement
Snigdhajit Bhowmik

হাত মেলাতে গিয়ে ধাক্কা! মেদিনীপুরের অনুষ্ঠানে 'হেনস্তা'র শিকার স্নিগ্ধজিৎ

কিছুদিন আগেই অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী।
Published By: Tiyasha SarkarPosted: 01:15 PM Jan 22, 2026Updated: 02:50 PM Jan 22, 2026

লগ্নজিতার পর এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। হাত মেলাতে গিয়ে এক দর্শক তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। মঞ্চ থেকে রীতিমতো ক্ষোভ উগরে দেন গায়। সাফ জানান, অভিযুক্তকে ক্ষমা চাইতেই হবে। ঘটনাস্থল মেদিনীপুর।

Advertisement

মেদিনীপুরের অনুষ্ঠানে স্নিগ্ধজিৎ ভৌমিক।

শীতের মরশুমে বাংলার বিভিন্নপ্রান্তে মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিবছরই। এবারও তার অন্যথা হয়নি। জেলায় জেলায় চলছে নানারকম অনুষ্ঠান। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের রাজ্য সরকারের উদ্যোগে চলছে সৃষ্টিশ্রী মেলা। গতকাল অর্থাৎ বুধবার সেই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। নির্ধারিত সময়েই শুরু হয় অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই গায়ককের সঙ্গে ছবি তুলতে, হাত মেলাতে উৎসুক হয়ে ওঠেন দর্শকরা। মঞ্চ থেকেই সাধ্যমতো তাঁদের দাবিদাওয়া পূরণের চেষ্টা করেন গায়ক। অভিযোগ, সেই সময়ই দর্শকাসনে থাকা এক যুবক হাত মেলাতে গিয়ে স্নিগ্ধজিৎকে ধাক্কা দেয়।

মেদিনীপুরের অনুষ্ঠানে স্নিগ্ধজিৎ ভৌমিক।

স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন শিল্পী। মঞ্চ থেকেই অভিযুক্তকে ক্ষমা চাইতে বলেন তিনি। বলেন, "আমি আপনার থেকে জুনিয়র, আপনি আমাকে বলতে পারতেন কিছু বলার থাকলে।" তড়িঘড়ি আয়োজকরা মঞ্চে উঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। মেদিনীপুরের বহু বিজেপি নেতাই ভিডিওটি পোস্ট করে নিশানা করছে শাসকদলকে। প্রশ্ন তুলছেন মেলার আয়োজনদের ভূমিকা নিয়ে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তিনি। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি এবার মেদিনীপুরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement