বক্স অফিসে ব্লকবাস্টার হিট 'পুষ্পা' এবং 'পুষ্পা ২'র পর রীতিমতো 'পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ'র অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। আগের দুই ছবির মতোই যে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিও বক্স অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে বুঝিয়ে 'ঝুঁকেগা নেহি সালা'। এবারও তাই বলবে বলেই আশা করছেন দর্শক। কারণ এবার নাকি আল্লুর ছবিতে থাকবেন 'সুলতান' সলমন। চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে যে এবার নাকি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যাবে ভারতীয় বিনোদুনিয়ার এই দুই হেভিওয়েটকে।
ছবি: ইনস্টাগ্রাম
যদিও সবটাই রয়েছে এখনও জল্পনার পর্যায়ে। এই নিয়ে কোনওরকম মুখ খোলেননি ছবির নির্মাতারা। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, এই মুহূর্তে নাকি 'পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ' নিয়ে বড়সড় ভাবনাচিন্তা করছে ছবির প্রযোজনা সংস্থা। এর আগে 'পুষ্পা'র বাকি দুই ছবির থেকেও নাকি অনেক বেশি কিছু তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির প্রি-প্রোডাকশনের কাজও। আর এর সঙ্গেই শোনা যাচ্ছে যে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সলমনকে। গুঞ্জন বলছে ছবিতে সলমনের চরিত্রের নাম হতে চলেছে 'সুলতান'। এমনকী হেভিওয়েট শিল্পপতির চরিত্রেই নাকি তাঁকে দেখা যাবে। ছবির স্বার্থে নাকি ইতিমধ্যেই হায়দরাবাদে নাকি একটি অফিসও নিয়েছে প্রযোজনা সংস্থা।
কবে শুরু হবে 'পুষ্প ৩: দ্য র্যাম্পেজ'-এর শুটিং? শোনা যাচ্ছে, এই ছবির শুটিং শুরু হতে এখনও বাকি বেশ কিছুটা সময়। কারণ আপাতত পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন একটি অন্য ছবির শুটিং ব্যস্ত। সেইসবকিছু মেটার পর ২০২৮ সাল নাগাদ শুটিং ফ্লোরে যাবে জনপ্রিয় 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।
