shono
Advertisement
Bipasha Basu

বিনা অনুমতিতে মেয়ের ছবি ক্যামেরাবন্দি! পাপারাজ্জিকে দেখেই রেগে আগুন বিপাশা

সম্প্রতি বান্দ্রায় মেয়ে দেবীকে নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বিপাশা। তাঁর কোলে ছিল তাঁর সন্তান। গাড়ি থেকে নামামাত্রই বিপাশার কোলে তাঁর মেয়েকে দেখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলক দিয়ে ওঠে।
Published By: Arani BhattacharyaPosted: 12:42 PM Jan 22, 2026Updated: 12:42 PM Jan 22, 2026

পাপারাজ্জিদের দৌরাত্ব্যে জেরবার বলিউডের নায়ক-নায়িকারা। পরিবার-প্রিয়জনের সঙ্গে হোক বা সন্তানের সঙ্গে, তাঁদের দেখা গেলেই ছবিশিকারিদের ক্যামেরা রীতিমতো তাক করে 'এক্সক্লুসিভ' ছবি বা ভিডিও পাওয়ার জন্য। আর তাতেই বিরক্তির মাত্রা এমন চরমে পৌঁছয় যে মাঝেমাঝেই তা নিয়ে গর্জে ওঠেন তারকারা। এবার সেই তালিকায় নাম জুড়ল বঙ্গতনয়া তথা বলি নায়িকা বিপাশা বসুর।

Advertisement

সম্প্রতি বান্দ্রায় মেয়ে দেবীকে নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বিপাশা। তাঁর কোলে ছিল তাঁর সন্তান। গাড়ি থেকে নামামাত্রই বিপাশার কোলে তাঁর মেয়েকে দেখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলক দিয়ে ওঠে। তা বুঝতে পেরেই রীতিমতো মেজাজ হারান বিপাশা। রীতিমতো প্রতিবাদ করেন এর তিনি। মেয়ের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরা থেকে আড়াল করে মুখে একরাশ বিরক্তি নিয়ে বিপাশা ওই ফটোগ্রাফারকে বলেন, "কে আপনি?" প্রশ্ন ছুড়েই তাড়াতাড়ি লিফটের দিকে পা বাড়ান তিনি। তাঁর পিছনেই দেখা যায় তাঁর স্বামী করণ সিং গ্রোভারকেও। ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও।

 

বলে রাখা ভালো এর আগে বিপাশাকে ক্যামেরাবন্দি করে তাঁর আমূল পালটে যাওয়া চেহারা নিয়ে নানা ট্রোল ও মিম হয়েছে নেটপাড়ায়। সেক্ষেত্রেও একটা বড় ভূমিকা ছিল পাপারাজ্জিদের। ক্যামেরাবন্দি করা বিপাশার বিভিন্ন ভিডিও সেইসময় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। অন্যদিকে পাপারাজ্জিদের থেকে সন্তানকে আড়াল করার এমন ঘটনা ঘটেছে দীপিকা পাড়ুকনের ক্ষেত্রেও। মেয়ে দুয়াকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় বিনা অনুমতিতে মেয়ে দুয়ার ছবি ক্যামেরাবন্দি করলে রীতিমতো বিরক্ত হয়েছিলেন দীপিকা। এবার বিপাশার এই ঘটনা স্মরণ করিয়ে দিল সেই স্মৃতিই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement