shono
Advertisement

CAA’র প্রতিবাদে বিজেপি কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

বাঁকুড়ার জয়পুরে আপাতত বন্ধ বাস চলাচল। The post CAA’র প্রতিবাদে বিজেপি কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Dec 15, 2019Updated: 02:59 PM Dec 15, 2019

টিটুন মল্লিক, বাঁকুড়া: বিজেপির মণ্ডল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA’র প্রতিবাদে বাঁকুড়ার জয়পুরের মিছিল থেকে ওই কার্যালয়ে হামলা চালায় বলেই অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্তের দাবিতে সরব বিজেপি সাংসদ শ্যামল সাঁতরা।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA‘র প্রতিবাদে পথে নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূল। রবিবার বাঁকুড়ার জয়পুরে মিছিল করে ঘাসফুল শিবির। তাতে নেতৃত্ব দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। বিজেপির অভিযোগ, ওই মিছিলকারীরা জয়পুর ১ মণ্ডলের বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। তাণ্ডবকারীদের হামলায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দলীয় কার্যালয়ের আসবাবপত্রও। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মন্ত্রী শ্যামল সাঁতরা এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই অশান্তির পর থেকেই আপাতত জয়পুরে বন্ধ যান চলাচল। যার ফলে কলকাতা থেকে বিষ্ণুপুরগামী কোনও বাসই জয়পুরে পৌঁছতে পারছে না। হুগলির আরামবাগের পর থেকেই বদলে দেওয়া হচ্ছে বাসের যাত্রাপথ।

পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন,”রবিবার সকালে অশান্তি হলেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” এ প্রসঙ্গে মন্ত্রী শ্যামল সাঁতরার গলাতেও শোনা যায় একই সুর। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই।” দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, “দলীয় কার্যালয়ে জেহাদিরা হামলা চালায়। কারা মদত দিয়েছে সেটা পুলিশ তদন্ত করুক। শাস্তি দিক। নইলে বৃহত্তর আন্দোলনে নামব।”

[আরও পড়ুন: বাড়ছে CAA বিরোধী আন্দোলনের ঝাঁজ, ফের সংযত হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর]

গত দু’দিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA’র প্রতিবাদে ফুঁসছে বাংলার একাধিক জেলা। সেই তালিকাতেই নবতম সংযোজন বাঁকুড়া। বারবার শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রশমন করা যাচ্ছে না সাধারণ মানুষের রোষ। পরিবর্তে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ।

দেখুন ভিডিও:

The post CAA’র প্রতিবাদে বিজেপি কার্যালয়ে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement