shono
Advertisement

রোজ রোজ উত্যক্ত করত কিশোর, রাগে গলায় কোপ বসাল মানসিক ভারসাম্যহীন যুবক

তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ।
Posted: 12:08 PM Aug 03, 2023Updated: 12:13 PM Aug 03, 2023

অরিজিৎ গুপ্ত: মানসিক ভারসাম্য়হীন যুবককে উত্য়ক্ত করার অভিযোগ। বদলা নিতে বুধবার রাতেই বটি দিয়ে কিশোরকে কোপালেন যুবক। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্য়াটরা থানা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত ডি জি লেনের নোনাপাড়া বসতি এলাকার বাসিন্দা রাজেশ্বর নাথ (৪০)। তিনি মানসিক ভারসাম্যহীন বলে খবর। তাঁরই পড়শি কিশোর আদিত্য় জয়সওয়াল (১৬)। স্থানীয় সূত্রে খবর, আদিত্য মাঝেমধ্যেই রাজেশ্বরকে উত্যক্ত করত। তা নিয়ে বচসাও হয়েছে কয়েকবার। বুধবার রাতে আদিত্য়র ঘরে হানা দেয় রাজেশ্বর। বাইরে ডাকে তাকে।

[আরও পড়ুন: বুকে কি সংক্রমণ? রাতেই রক্তপরীক্ষা, এক্স-রে বুদ্ধবাবুর, কেমন আছেন এখন?]

সকালে রাজেশ্বরকে গালিগালাজ করে হয়েছিল বলে অভিযোগ। কেন এমনটা করা হয়েছে তা আদিত্যর কাছে জানতে চান যুবক। তখনই বটি দিয়ে আদিত্যর গলায় কোপ মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ব্যাটরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জখম কিশোরকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত স্থিতিশীল সে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

[আরও পড়ুন: ধনঞ্জয় কাণ্ড টেনে নাম না করে অসুস্থ বুদ্ধকে খোঁচা, বিতর্কে কবীর সুমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement