shono
Advertisement

Breaking News

সোমবার SSC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, ফল ওয়েবসাইটে

মোট শূন্যপদ কত? ডাকা হচ্ছে কতজনকে? The post সোমবার SSC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, ফল ওয়েবসাইটে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM Mar 09, 2018Updated: 01:25 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগে একাদশ-দ্বাদশে নিয়োগ হয়েছিল। আটকে ছিল নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ মামলা-মোকদ্দমার জটিলতা কাটিয়ে চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ১২ মার্চ, অর্থাৎ সোমবার ওই প্যানেল প্রকাশিত হবে।

Advertisement

[দেবের হাত ধরে বড় পর্দায় পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রির সংগ্রাম]

কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জানান, সব মিলিয়ে প্রায় ১৮ হাজারের মতো প্রার্থীর প্যানেল প্রকাশ করা হবে। এটাই চূড়ান্ত তালিকা। এবার মোট শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৩৩টি। এর ফলে প্রতি তিনজন পরীক্ষার্থীর মধ্যে দুজন চাকরি পাবেন। পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৫৩ হাজার পরীক্ষার্থী। উল্লেখ্য, গত বছরের ৮ মে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার শর্তসাপেক্ষে ফল প্রকাশ করেছিল কমিশন। এবার প্যানেল প্রকাশ করাই শুধু নয়, স্কুল সার্ভিস কমিশন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায়। ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। সোমবার বিকেল থেকে কমিশনের সাইটে ফল জানা যাবে। জটিলতা কেটে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। কয়েক মাস আগে নবম-দশম শ্রেণিতে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল।

[শ্যামাপ্রসাদের মূর্তি শোধনকে ঘিরে শ্রীরামপুরে বিজেপি-তৃণমূল ধুন্ধুমার]

তবে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া গতি পেলেও আপার প্রাইমারি স্তরে (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) শিক্ষক নিয়োগের কাজ বাকি। এই শ্রেণিগুলিতে নিয়োগ প্রক্রিয়া কবে, কীভাবে হবে তা অবশ্য জানা যায়নি। তবে পঞ্চায়েত ভোটের আগে এক ধাক্কায় বেশ কিছু নিয়োগ হতে চলছে স্কুলগুলিতে।

[রেহাই নেই প্রধানমন্ত্রীরও, যোগীর রাজ্যে নাক ভাঙল মোদির মূর্তির]

The post সোমবার SSC-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, ফল ওয়েবসাইটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার