shono
Advertisement
Basirhat

হাড়োয়ায় অভিযান এসটিএফের, কলকাতায় পাচারের আগে বিপুল অস্ত্র-কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ৪

গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।
Published By: Suhrid DasPosted: 05:32 PM Apr 18, 2025Updated: 05:36 PM Apr 18, 2025

গোবিন্দ রায়, বসিরহাট: ফের রাজ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল। বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। আজ শুক্রবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায় এই অভিযান চালানো হয় বলে খবর। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও অস্ত্র পাচারচক্রের যোগ আগে কি? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশন এলাকায় এর আগে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। বিহারের মুঙ্গের থেকে মালদহ হয়ে কলকাতায় অস্ত্র আমদানি হচ্ছে। সেই অনুমান আগেই করেছেন গোয়েন্দারা।

Advertisement

অস্ত্র পাচার হওয়ার সম্ভাবনা আছে। সেই কথা জানার পরেই গতকাল রাতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএস ও হাড়োয়া থানার পুলিশ। বসিরহাটের হাড়োয়ার কাছে ৩ নম্বর রাজ্য সড়ক, হাড়োয়া-রাজারহাট রোডের উপর নাকাচেকিং শুরু হয়। একটি চারচাকা গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। সেই গাড়িটি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। সেটি থামিয়ে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। গাড়িতে মোট চারজন ছিল বলে খবর। তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তারপরই সন্দেহ আরও দানা বাঁধে তদন্তকারীদের। ওই চারজনকে নামিয়ে গাড়ি তল্লাশি করতেই মিলল সাফল্য।

গাড়ি থেকে উদ্ধার হয় একটি দোলনা, একটি একনলা বন্দুক ও একটি সাত এমএম পিস্তল। এছাড়াও উদ্ধার হয় ১১ রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড ছররা গুলি। এরপরেই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু সাঈদ গাজি, গিয়াসউদ্দিন গাজি। ধৃতদের প্রত্যেকের বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পুকুড়িয়া গ্রামে। ওই অস্ত্র কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ১৪ দিনের জন্য এসটিএফ হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় গত কয়েক মাস ধরে একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও গত কয়েক মাসে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। বাইরের রাজ্য থেকে কলকাতায় অস্ত্র ঢুকছে। প্রাথমিকভাবে এই কথা অনুমান করা হচ্ছে। কিন্তু কী কারণে এত অস্ত্র বাংলায় আসছে? কোনও নাশকতার ছক কি আছে? সেই প্রশ্নও বারবার উসকে যাচ্ছে। এদিন উদ্ধার হওয়া অস্ত্র কী কারণে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল? সেসব তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কি বেআইনি অস্ত্র ঢুকিয়ে কোনও নাশকতার ছক চলছে? সেই প্রশ্নও উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের রাজ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হল। বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ।
  • আজ শুক্রবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায় এই অভিযান চালানো হয় বলে খবর।
  • ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও অস্ত্র পাচারচক্রের যোগ আগে কি?
Advertisement