shono
Advertisement

Breaking News

মোবাইল ফোনের বাড়বাড়ন্ত, পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদেরও কড়া নির্দেশিকা

কোন কোন স্কুলে দেওয়া হয়েছে এমন নির্দেশিকা?
Posted: 08:54 PM Jul 22, 2023Updated: 08:57 PM Jul 22, 2023

রমণী বিশ্বাস, তেহট্ট: চোখ ফেরালেই মোবাইল। এই নেশাতেই ডুবে যাচ্ছে আট থেকে আশি। এমনটা বিদ্যালয় চত্বরে হতে দেওয়া যায় না। সেই কারণেই তেহট্টের একাধিক স্কুলে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-অশিক্ষক কর্মীদেরও মোবাইল ব্যবহারের উপর বিধি-নিষেধ জারি করা হল।

Advertisement

স্থানীয় বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, গত ইংরেজি বছরের ২৩ শে সেপ্টেম্বর তেহট্ট ১ ব্লকের বিডিও শুভাশিস মজুমদার সমস্ত স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে স্কুল চত্বরে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। সেই মতো পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও স্কুলে ফোন ব্যবহার নিয়ে নোটিস জারি করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।
কিন্তু এরপর গরমের ছুটি পড়ে যায়। তারপর আবার ভোট। দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। সম্প্রতি স্কুল খোলার পর দেখা যায় একাধিক পড়ুয়াদের ব্যাগে মোবাইল ফোন। অনেক সময় শ্রেণিকক্ষে অনেক পড়ুয়াকে তা ব্যবহার করতেও দেখা যায় বলে খবর। একাধিক স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই কয়েকদিনে একাধিক পড়ুয়ার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে অফিস রুমে রাখা হয়েছে। অভিভাবকদের ডেকে মুচলেকা লিখিয়ে তারপর ফেরত দেওয়া হয় ফোনগুলি।

[আরও পড়ুন: মিলছে না বেতন, তবু একবছর ধরে শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার সাধের ‘অপা’ আগলে ঝর্ণা-নিখিল]

এরপরও যাতে সামগ্রিক শৃঙ্খলা বজায় থাকে যে কারণে আবারও এ বিষয়ে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে স্কুলগুলিকে। যেমন রঘুনাথপুরের নিমতলা বিদ্যানিকেতনে শুক্রবার স্কুলের শুরুতে প্রার্থনার সময় মাইকে স্কুল চত্বরে মোবাইল ফোন ব্যবহার বন্ধের প্রচার করা হয়। অন্যদিকে নোটিস টাঙিয়ে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য কিছু নিয়ম জারি করেছে তেহট্ট হাই স্কুল কর্তৃপক্ষ।

তবে ফোন ব্যবহার বন্ধের পাশাপাশি মেয়েদের আরও কিছু শৃঙ্খলা রক্ষার জন্য নির্দেশ দিয়েছে তেহট্ট শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে পড়ুয়াদের উদ্দেশ্যে বলা হয়েছে, তাদের সাদা ফিতে দিয়ে চুল বেঁধে আসতে হবে, চুলে একটি থেকে দু’টি বিনুনি করে স্কুলে প্রবেশ করতে পারবে পড়ুয়ারা, এমনকী যাদের ছোট চুল তাদের সাদা হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে আসতে হবে, পাশাপাশি কোন পড়ুয়া লিপস্টিক বা ঝোলা দুল পরে স্কুলে প্রবেশ করতে পারবে না।
শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মল্লিকা সরকার বলেন, “মেয়েদের মধ্যে যথেষ্ট শৃঙ্খলা আনতে এবং বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে এ জাতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” অন্যদিকে নিমতলা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ বিশ্বাসের কথায়, “স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ, এরপরও তা দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

[আরও পড়ুন: রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও ডিলিট, কী সাফাই সিপিএম নেতার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement