সৈকত মাইতি, তমলুক: স্কুল চত্বরেই প্রথম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ উঠল ময়নার এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ময়নার আড়ংকিয়ারানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও বা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় ময়না থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত যুবককে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নার কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য দিনের মতো সোমবারও অন্যান্য সহপাঠীদের অনেক আগেই স্কুলে এসেছিল কিয়ারানা এলাকার বছর পাঁচেকের স্কুল ছাত্রী। স্কুলের শ্রেণিকক্ষের মধ্যে একা বসেছিল সে। এমন অবস্থায় তাকে একা পেয়ে সুযোগ বুঝে শ্রেণীকক্ষ থেকে বের করে নিয়ে যায় এলাকারই এক যুবক গোপাল পাল। এরপর নির্জন জায়গায় তাকে একা পেয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এরপর স্কুল থেকে ফিরে বিষয়টি বাড়িতে জানিয়ে দেয় ওই স্কুল ছাত্রী। আর সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
[আরও পড়ুন: রাত হলেই বাড়ির ছাদে উড়ে আসছে ঢিল! ভূতুড়ে কাণ্ড কোচবিহারে]
এদিন অভিযুক্ত ওই যুবককে পাকড়াও করেন স্থানীয়রা। তারা ওই যুবককে একটি রুমের মধ্যে আটকে রেখে স্কুলের সামনেই দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। খবর পেয়েই পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এরপর এমন জঘন্য এরকম কাজের জন্য উপযুক্ত শাস্তির দাবি জানায় তারা।
ময়না থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারী জানিয়েছেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এদিকে কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন প্রামানিক বলেন, “স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের পৌঁছানোর আগেই ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে কেউ কেউ বেশ খানিকটা আগেই স্কুলে পৌঁছে যায়। আর সেই সুযোগ বুঝে এলাকারই এক যুবক এমন অপকর্ম করেছে বলে অভিযোগ এসেছে। আমরা সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি।”