shono
Advertisement

‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে স্কুলে পড়ুয়াদের হাতাহাতি, সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

বাঁকড়াহাট উচ্চবিদ্যালয়ের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ২৷ The post ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে স্কুলে পড়ুয়াদের হাতাহাতি, সামাল দিতে লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:43 PM Jul 10, 2019Updated: 06:43 PM Jul 10, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দেশজুড়ে ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এবার ‘জয় শ্রীরাম’ স্লোগানের আঁচ গিয়ে পড়ল স্কুলের ভিতরে। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্কুলের ভিতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল পড়ুয়াদের দু’পক্ষ। সেই ঘটনার জেরেই কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে অভিভাবকদের বিরুদ্ধে। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২ অভিভাবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাঁকড়াহাট উচ্চবিদ্যালয়ে।

Advertisement

[আরও পড়ুন: গ্রামে রমরমিয়ে চলছে বেআইনি মদের দোকান, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের]

দক্ষিণ ২৪ পরগনার বাঁকড়াহাট উচ্চবিদ্যালয়ের তরফে আয়োজিত ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে, বুধবার সকালে স্কুল চত্বরে প্রতিযোগিতায় জয়ী ও পরাজিতদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় একপক্ষের দুজন পড়ুয়া স্কুল চত্বরেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করে। প্রতিবাদ করে অপরপক্ষ। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষের পড়ুয়ারা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। বিষয়টি প্রকাশ্যে আসতেই যে পড়ুয়ারা স্লোগান তুলেছিল তাদের অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষকের দ্বারস্থ হন। আবেদন জানান অপর পক্ষের ছাত্রদের শাস্তি দেওয়ার। অন্যদিকে, বেশ কিছু অভিভাবক আমতলা-বাঁকড়াহাটগামী রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে স্কুলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ।

স্কুলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ। অশান্তির কারণে এদিনের মতো বন্ধ হয়ে যায় পঠনপাঠন। পুলিশ দাঁড়িয়ে থেকে ভিতরে আটকে পড়া ছাত্রদের স্কুল থেকে বার করে আনে৷ অভিযোগ, সেই সময় কয়েকজন ছাত্রকে মারধর শুরু করেন অভিভাবকেরা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সূত্রের খবর, ছাত্রদের মারধরের অভিযোগে ইতিমধ্যেই ২ অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনের ঘটনার জেরে এখনও থমথমে এলাকা। পরিস্থিতি যাতে ফের উত্তপ্ত না হয়ে ওঠে সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

[আরও পড়ুন: অশনি সংকেত! কাশ্মীর নিয়ে ভারতকে বেনজির হুমকি আল কায়দা প্রধানের ]

The post ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে স্কুলে পড়ুয়াদের হাতাহাতি, সামাল দিতে লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement