গোবিন্দ রায়, বসিরহাট: কলকাতা, সুন্দরবনের পর হাসনাবাদের আকাশে ড্রোনের ঘোরাফেরা! নজরে পড়তেই তুমুল শোরগোল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। জানা মাত্রই ছুটে যান বিএসএফ আধিকারিকরা। নেপথ্যে বাংলাদেশ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা কাটাখাল। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপরে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। সেই সময়ই নাকি তারা বাংলাদেশের দিক থেকে থেকে পরপর তিনটি ড্রোন উড়ে আসতে দেখেন। তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি বন্দি করেন তাঁরা। খবর দেওয়া হয় থানায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মনে আতঙ্ক দানা বাঁধে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে যান বিএসএফ জওয়ানরা। ড্রোনগুলো কোনও নজরদারির কাজে লাগানো হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে তা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কলকাতার বন্দর এলাকা থেকে সাতটি ড্রোনকে হেস্টিংস, ময়দান, ভিক্টোরিয়া হয়ে জওহরলাল নেহেরু রোডের দু’টি বহুতলের উপর ঘুরতে দেখা যায়। এর পর পাঁচটি ড্রোন পূর্ব দিক ও দু’টি উত্তরদিকে চলে যায়। কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। তারা সফল হয়নি। তাই রাতের অন্ধকারে কলকাতার আকাশে অজানা ড্রোনের এই বিচরণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার।