shono
Advertisement
Tamluk

এসআইআরের কাজের চাপে অসুস্থ তমলুকের এইআরও! নিয়ে আসা হচ্ছে কলকাতায়

পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত চাপের জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 05:24 PM Nov 30, 2025Updated: 05:54 PM Nov 30, 2025

সৈকত মাইতি, তমলুক: ফের এসআইআরের কাজে চাপে অসুস্থ এক আধিকারিক। এবার  অসুস্থ হয়েছেন এক এইআরও। রবিবার ঘটনাটি ঘটেছে তমলুকে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতার নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত চাপের জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ এইআরও-র নাম বিবেকানন্দ পাল। তিনি পিংলা ব্লকের ইউথ অফিসার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তিনি এইআরও-র দায়িত্ব পালন করেছিলেন। তিনি তমলুকের চণ্ডীপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে বিবেকানন্দবাবু অসুস্থ বোধ করছিলেন। রবিবার সকালে বাড়ির শৌচালয় থেকে ফিরে এসে আর কোনও কথা বলতে পারছিলেন না। তাঁকে তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

বিবেকানন্দবাবুর শ্যালিকা বলেন, "সকালে শৌচালয় থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েন। মাথায় জল দিয়ে, নিয়ে আসা হয় হাসপাতালে। এসআইআরের কাজে নিযুক্ত ছিলেন। চাপের মধ্যে ছিলেন। এখন কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।" আরেক আত্মীয় বলেন, "সকাল থেকে অসুস্থ ছিলেন। বিভিন্ন স্ক্যান করে জানা গিয়েছে মাথায় সমস্যা ধরা পড়েছে। কলকাতায় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের এসআইআরের কাজে চাপে অসুস্থ এক আধিকারিক। এবার অসুস্থ হয়েছেন এক এইআরও।
  • রবিবার ঘটনাটি ঘটেছে তমলুকে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতার নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
  • পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত চাপের জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
Advertisement