shono
Advertisement

Breaking News

Winter

বছরশেষে তিলোত্তমায় মরশুমের শীতলতম দিন, কততে নামল তাপমাত্রা?

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামল দশের নিচে।
Published By: Sucheta SenguptaPosted: 11:01 AM Dec 30, 2025Updated: 12:15 PM Dec 30, 2025

নিরুফা খাতুন: বছরশেষে শহরবাসীকে শীতের উপহার। মরশুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা। পারদ পতন বারোর ঘরে! হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার উষ্ণতা ১২.৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। ভোরের দিকে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়তে তা সামান্য বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দিনের তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম ছিল! সেই কারণে দিনভর প্রবল শীত অনুভূত হয়েছে। আর মঙ্গলে তা আরও কমেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। যদিও গত সপ্তাহান্তেও তাপমাত্রা এমনই ছিল।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষশেষে যতই শীত জাঁকিয়ে পড়ুক না কেন, বর্ষবরণে এতটা মনোরম আবহাওয়া থাকবে না। দক্ষিণবঙ্গ ঢেকে যেতে পারে কুয়াশায়। কয়েক ডিগ্রি বাড়বে উষ্ণতা। ফলে দক্ষিণবঙ্গে ২০২৬ হতে চলেছে 'উষ্ণ' নববর্ষ। উত্তরবঙ্গে যদিও ঠিক এর বিপরীত আবহাওয়া থাকতে পারে। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। এই মুহূর্তে যদিও উত্তরের জেলাগুলিও কুয়াশায় ঢাকা। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement