shono
Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অপরাধ মকুবে আদালতে বিয়ে যুবকের

অপরাধ করলেও প্রেমিককে ‘স্বামী’ রূপেই গ্রহণ করলেন স্ত্রী৷ The post বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অপরাধ মকুবে আদালতে বিয়ে যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Aug 31, 2018Updated: 09:53 PM Aug 31, 2018

সোমনাথ পাল, বনগাঁ: ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ৷ পুলিশের জালে ধরা পড়তেই ১৮০ ডিগ্রি ডিগবাজি যুবকের৷ আইনি ছাড় পেতে আদালত চত্বরেই প্রেমিকাকে বিয়ে করে ‘বাহবা’ পেলেন অভিযুক্ত পুলিশ কর্মী৷ শুক্রবার বনগাঁ আদালত চত্বরেই প্রেমিকাকে সিঁদুর পরিয়ে নিজের অপরাধ কবুল করে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ কর্মী বিপ্লব সরকার৷ অপরাধ করলেও প্রেমিককে ‘স্বামী’ রূপে গ্রহণ করলেন নির্যাতিতা৷

Advertisement

[মোমোর গুজব ছড়াতে গিয়ে বিপদ, শ্রীঘরে ঠাঁই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার]

প্রথমে ভালোলাগা৷ তারপর প্রেম৷ পরবর্তীতে প্রেমের টানে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ৷ কিন্তু, বিয়ের প্রতিশ্রুতি পালন না করায় প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রেমিকা৷ থানায় লিখিত  অভিযোগ পেয়ে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশের কর্মী অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে বনগাঁ আদালতে পেশ করা হয়৷ কিন্তু, শেষ পর্যন্ত বনগাঁ আদালতে বিচারকের সামনে প্রতারিত প্রেমিকাকে বিয়ে করতে রাজি হওয়ায় শাস্তি মকুব হয় অভিযুক্তের৷ সেই মতো অভিযুক্ত প্রেমিক বিপ্লব সরকার জামিন পেয়েই ছুটে যায় তাঁর প্রেমিকার কাছে৷ শুরু হয় পাত্র ও কনে পক্ষের ব্যস্ততা৷

[রাতে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ স্ত্রী! দু’জনকেই ধারালো অস্ত্রের কোপ স্বামীর]

দুই পক্ষেই স্থির হয়, আদালত চত্বরেই হবে এই ঘটনার নিষ্পত্তি৷ সেই মতো  বনগাঁ আদালত চত্বর রূপ নেয় ছাদনাতলার৷ টোপর, মালাবদল, সিঁদুর দান, মিষ্টিমুখ সবই চলল ধর্মের বিধান মেনে৷ সাঙ্গ হল বিবাহ পর্ব৷ কিন্তু কাঁটা বিঁধে রইল ভালবাসায়৷ প্রেমের বিয়ে গড়াল আদালতের দরজায়৷ বনগাঁ মহকুমার গোপালনগরে ততক্ষণে শুরু কানাঘুসো৷ আইনের বেড়াজালে আটকেই কি প্রেমিকাকে বিয়ে করতে বাধ্য হল প্রেমিক? এদিন আদালতে বিয়ের অনুষ্ঠানে অভিযুক্ত প্রেমিকের চোখ-মুখে সেই ছাপ ফুটে উঠেছিল স্পষ্ট৷

[বন্যাত্রাণে সাহায্য করলেই মিলছে জামিন, অভিনব নিদান সিউড়ি আদালতের]

The post বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অপরাধ মকুবে আদালতে বিয়ে যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement