shono
Advertisement

দলীয় পতাকায় মুড়ে হনুমানের শেষকৃত্য! প্রাণীকে নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়৷ The post দলীয় পতাকায় মুড়ে হনুমানের শেষকৃত্য! প্রাণীকে নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Apr 04, 2019Updated: 07:52 PM Apr 04, 2019

সৌরভ মাজি, বর্ধমান:  পথে আহত হনুমানকে শত চেষ্টাতেও বাঁচানো যায়নি৷ পূ্র্ব বর্ধমানের কুড়মুন গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃত হনুমানটির সৎকার হয়েছে যথাযথভাবেই৷ আর এখানেই ছবিটা একটু ভিন্ন৷ দেখা গেল, খাটিয়ায় মৃত হনুমানের শরীরে জড়ানো তৃণমূলের দলীয় পতাকা৷

Advertisement

                                           [ আরও পড়ুন :  স্বামীকে লেটার মার্কস-সহ পাশ করাতে মানসের ছায়াসঙ্গী গীতারানি]

কুড়মুন ১ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা৷ প্রাণীর শরীরেও কি লাগল রাজনীতির রং? এনিয়ে জোর তরজা চলছে নেটদুনিয়ায়৷ বুধবার বেলা ১১টা নাগাদ ছোটবেলুন মাঠে অসুস্থ অবস্থায় একটি হনুমানকে পড়ে থাকতে দেখা যায়৷ স্থানীয়দের নজরে আসার পর তাঁরা হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায় পশু হাসপাতালে৷ তবে, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় চারপেয়ের৷ এরপর তাকে ফিরিয়ে আনা হয় ছোটবেলুন বাজারে৷ সেখানেই গ্রামের লোকজন জড়ো হয়ে যান৷ কোনও ব্যক্তির মৃত্যুতে যেমন শোকের আবহ তৈরি হয়, তেমনই খোল-করতাল সহযোগে বাঁশের খাটিয়া করে হনুমানটিকে গ্রামে ঘোরানো হয়৷ এরপর বাজারের তৃণমূল কার্যালয়ের সামনে সমাধি দেওয়া হয়৷ তখনই দেখা যায়, স্থানীয় তৃণমূল কর্মীরা দলীয় পতাকা জড়িয়ে দিয়েছেন মৃত হনুমানের শরীরে৷

                                            [ আরও পড়ুন : বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বিমল গুরুংয়ের দুই সহযোগী]

আর এখানেই চমকে গিয়েছেন সকলে৷ হনুমানকে নিয়ে কেন রাজনীতিকরণ? একেবারে  দলীয় নেতা, কর্মীদের মতো শরীর পতাকায় মুড়ে দেওয়া হল কোন উদ্দেশে? কুড়মুন ১-এর পঞ্চায়েত প্রধান তৃণমূলের বলাই বাউড়ি ঘটনার কথা স্বীকার করেছেন। তবে, কারণ কিছু বলতে পারেননি৷ অনেকেই বলছেন, ভোটের বাজারে হনুমানকে নিয়ে রাজনীতি করারও একটা কারণ আছে বটে৷ মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা ভক্তদের মুখের উপর জবাব দিতে চাইছিলেন ঘাসফুল শিবিরের সদস্যরা৷ হয়ত তাই এক হনুমানের মৃত্যুর শোভাযাত্রায় এমন আয়োজন৷ তবে, এনিয়ে হাসাহাসিও কম হচ্ছে না৷ কেউ কেউ বলছেন, ব্যাপারটা খাঁটি পশুপ্রেমের হলে একরকম হত৷ কিন্তু যা ঘটল, তা তো পুরোপুরি রাজনীতি ছাড়া কিছুই নয়৷  

The post দলীয় পতাকায় মুড়ে হনুমানের শেষকৃত্য! প্রাণীকে নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement