shono
Advertisement

Breaking News

ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশি নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর

মালবাজারের মেটেলিতে কিষাণ মাণ্ডি পরিদর্শন মন্ত্রীর। The post ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশি নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:50 PM Dec 06, 2018Updated: 05:50 PM Dec 06, 2018

অরূপ বসাক, মালবাজার:  ফড়েরাজ ঠেকাতে ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ নজরদারি চালাবে৷ প্রকৃত কৃষকদের থেকেই ধান কিনতে হবে৷ জলপাইগুড়িতে ফড়েদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

Advertisement

[লালগড়ে মৃত রয়্যাল বেঙ্গলের ‘পৈতৃক’ ভিটের সন্ধান পেল বনদপ্তর]

বৃহস্পতিবার মালবাজারের মেটেলি ব্লকের বাতাবাড়ির কিষাণ মাণ্ডি পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ কিষাণ মাণ্ডির  হালহকিকত খতিয়ে দেখেন৷ পরে সাংবাদিক বৈঠকে ধান কেনার বিষয়টি তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘জেলায় বিভিন্ন এলাকায় কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে সরকারি ক্রয় কেন্দ্রে গিয়ে তা বেশি দামে বিক্রি করে দিচ্ছে একশ্রেণির ব্যবসায়ীরা৷ আমরা এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। কৃষকরা যাতে লাভের মুখ দেখতে পারেন, সেই জন্য বিভিন্ন এলাকায় ক্রয়কেন্দ্র খুলেছে সরকার। কৃষকরা সেখানে সরাসরি গিয়ে ধান বিক্রি করতে পারবেন।’’ খাদ্যমন্ত্রীর আরও বক্তব্য, , ‘‘রাজ্যের কৃষকরা যাতে ভালভাবে থাকতে পারেন, ফসলের সঠিক দাম পান, সেবিষয়ে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষকদের খাজনাও মকুব করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁরা যাতে ফসলের ঠিকঠাক দাম পান, তার জন্য সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে৷ কিন্তু, এর মাঝে কিছু  ব্যবসায়ী ঢুকে পড়েছে৷ কিন্তু, আমরা তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেব৷’’ 

[কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরার বন্দুকের ঘায়ে জখম এএসআইয়ের মৃত্যু]

অভিযোগ উঠছে, স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী, কৃষকদের কাছ কম দামে ধান  কিনে তা সরকারি ক্রয় কেন্দ্রে বেশি দামে বিক্রি করছে৷ আর এতেই মার খাচ্ছে গ্রামীণ অর্থনীতি৷ সরকার ফড়েদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ প্রয়োজনে গ্রেপ্তারিরও নির্দেশ দেন তিনি৷ এবিষয়ে সরকার কোনও রকম আপস করবে না বলে সাফ জানিয়ে দেন খাদ্যমন্ত্রী৷ এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিষাণ মাণ্ডির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন৷ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুণ্ডা, মালের মহকুমা শাসক সিয়াদ এন-সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা।

The post ধান ক্রয়কেন্দ্রে সাদা পোশাকে পুলিশি নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement