shono
Advertisement

দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবদ্বীপ, মারমুখী জনতার ভয়ে ঝোপে আশ্রয় নিল পুলিশ

দীর্ঘক্ষণ কৃষ্ণনগর-নবদ্বীপ লাগোয়া রাজ্য সড়কে বন্ধ ছিল যানচলাচল৷ The post দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবদ্বীপ, মারমুখী জনতার ভয়ে ঝোপে আশ্রয় নিল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Jun 23, 2019Updated: 10:51 AM Jun 24, 2019

পলাশ পাত্র, তেহট্ট: সাতসকালে নদিয়ার নবদ্বীপ এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল এলাকা৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে, বিক্ষোভকারীদের হাতে বেধড়ক মার খেতে হয় পুলিশকে৷ ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাজ্যসড়কে যানচলাচল ব্যাহত হয়৷

Advertisement

[আরও পড়ুন: বাঁকুড়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দলের অঞ্চল সভাপতি, বিক্ষোভ বিজেপি কর্মীদের]

ঘটনার সূত্রপাত সকাল প্রায় ৮টা নাগাদ৷ নবদ্বীপ থানা এলাকার আনন্দবাস এলাকার বাসিন্দা বছর উনিশের ঝণ্টু মণ্ডল প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বেরিয়েছিল৷ নিমতলা বাজারে গিয়েছিল পেয়ারা কিনতে৷ এমন সময়ে গৌরাঙ্গ সেতু ও গৌরনগরের মাঝে কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী একটি বালিবোঝাই লরি ধাক্কা দেয় ঝণ্টুকে৷ ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় তার৷ দুর্ঘটনার পরই লরির চালক পালিয়ে যায়৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা৷

ঝণ্টুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে৷ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে৷ বন্ধ হয়ে যায় যানচলাচল৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নবদ্বীপ এবং কোতয়ালি থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে ছোটে৷ পুলিশকেই আক্রমণ করে বসে উত্তেজিত জনতা৷ রীতিমতো মারধর করা হয়৷ বাধ্য হয়ে ঝোপের আড়ালে  লুকিয়ে পড়ে পুলিশ৷ তাতেও রেহাই মেলেনি৷ ঝোপ থেকে টেনে বের করেই তাঁদের ফের মারধর করা হয়৷ চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়৷ আহত হন কয়েকজন পুলিশকর্মী৷

[আরও পড়ুন: ‘কাটমানি’ ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর, চলল বোমা-গুলি]

বেশ খানিকক্ষণ এমন পরিস্থিতি চলার পর বাড়তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে৷ আটক করা হয় ঘাতক লরিটিকে৷ যদিও চালক পলাতক৷ বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সড়কের উপর দিয়ে বালিবোঝাই লরির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে হবে৷ তা না হলে বারবারই এমন দুর্ঘটনা ঘটবে, প্রাণহানিও হবে৷ পুলিশ তাদের দাবিপূরণের আশ্বাস দিলে, বিক্ষোভ থামে৷ বেলার দিকে স্বাভাবিক হয় পরিস্থিতি৷

দেখুন ভিডিও:

The post দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র নবদ্বীপ, মারমুখী জনতার ভয়ে ঝোপে আশ্রয় নিল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement