shono
Advertisement

নবমীর রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে, আসবাবপত্রে আগুন

খোয়া গেল গয়না ও নগদ টাকা। The post নবমীর রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে, আসবাবপত্রে আগুন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Oct 19, 2018Updated: 09:01 AM Oct 19, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: নবমী রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে। এবার অণ্ডালের শ্যামসুন্দরপুরে। ফাঁকা বাড়ি থেকে খোয়া গেল সোনার গয়না ও নগদ টাকা। চুরির পর আবার ঘরের আসবাবপত্রে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে উখরা ফাঁড়ির পুলিশ। এদিকে পুজোর মরশুমের একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ইসিএলের কর্মীরা।

Advertisement

[ নাতনির জামা কেনার টাকা দেননি, ছেলের হাতে খুন বৃদ্ধ]

জানা গিয়েছে, বৃহস্পতিবার, নবমী রাতে মেয়ে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন ইসিএলের কর্মী সম্রি ভুঁইয়া। রাতে বাড়ি ফাঁকাই ছিল। অণ্ডালের শ্যামসুন্দরপুরের ইসিএলের কর্মী আবাসনে থাকেন তিনি। রাতে তাঁর ফ্ল্যাটে ঢোকে চোর। আলমারি ভেঙে সোনা গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। শুধু তাই নয়, চুরির পর আবার ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে যখন মেয়ে বাড়ি ফেরেন ওই মহিলা, তখন দেখেন, ঘরের সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। ইসিএলের কর্মী সম্রিদেবীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার এক যুবকের সঙ্গে তাঁদের পারিবারিক বিবাদ চলছে। সেই আক্রোশেই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে। অণ্ডালের উখরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন তিনি।

এরআগে সোমবার ষষ্ঠীর দিন রাতে পাণ্ডবেশ্বরের ইসিএলের কর্মী আবাসনে দু’জনের বাড়িতে চুরি হয়। সব মিলিয়ে লক্ষাধিক টাকা খোয়া যায়। জানা গিয়েছে, যে দু’জনের বাড়িতে চুরি হয়েছিল, তাঁরা রাতে শিফটে ডিউটি করছিলেন। পরিবারের অন্যরা পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। এদিকে গত একমাসে রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে একের এক চুরির ঘটনায় আতঙ্কিত ইসিএল কর্মীরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তাঁরা।

ছবি:  উদয়ন গুহরায়

[নবমীতে স্ত্রীদের হাতে প্রহৃত হন স্বামীরা, আজব রীতি এখানকার দুর্গাপুজোয়]

The post নবমীর রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে, আসবাবপত্রে আগুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement