shono
Advertisement

Breaking News

বেরিয়ে ফেরার পথে অঘটন, গাড়ি ও লরির ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনের

দুর্ঘটনায় জখম আরেক যুবকের অবস্থা বেশ আশঙ্কাজনক।
Posted: 09:36 AM Aug 17, 2023Updated: 09:36 AM Aug 17, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: বেরিয়ে ফেরার পথে বিপত্তি। গাড়ি ও লরির মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার-সহ তিনজনের। বুধবার রাতের এই মর্মান্তিক ঘটনায় নদিয়ার কোতয়ালি থানার কৃষ্ণনগরের শিমুলতলায় শোকের ছায়া।

Advertisement

বুধবার গভীর রাতে চার বন্ধু বেরিয়ে বাড়ি ফিরছিলেন। নদিয়ার ভুবলিয়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে বিপত্তি। গাড়ির সঙ্গে দশ চাকার লরির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান প্রাণ গিয়েছে তাঁদের।

[আরও পড়ুন: যাদবপুরের মেন হস্টেলের ৬১, ৭৪ ও ১০৪ নম্বর ঘরে ‘ব়্যাগিং’, ‘ইন্ট্রো’র নামে বিবস্ত্র করে প্যারেড!]

মৃতরা হলেন সৌগত কানু, দেবাশিস বিশ্বাস, নয়ন সরকার। সৌগত মাস্টারপাড়া রোড স্টেশনে শিমুলতলার বাসিন্দা। শিমুলতলা উপেন্দ্র নগরের বাসিন্দা দেবাশিস। শিমুলতলা অরবিন্দ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় বাস নয়ন সরকারের। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় বিজয় কেশব নামে আরও একজন জখম হয়েছেন। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনি খড়গপুরের বাসিন্দা। ব্যবসায়িক কাজে নদিয়ায় এসেছিলেন। তারপর চার বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে ঘটল অঘটন।

[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমের জেলা সভাধিপতি সেই কাজল শেখ, শপথ নিলেন মায়ের আশীর্বাদ নিয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement