shono
Advertisement

রেলকর্মীর অসংলগ্ন আচরণ, দীর্ঘক্ষণ টিকিট কাউন্টার বন্ধ থাকায় সমস্যায় নাজেহাল যাত্রীরা

মদ্যপ ছিলেন রেলকর্মী, অভিযোগ যাত্রীদের।
Posted: 04:49 PM Aug 05, 2023Updated: 04:53 PM Aug 05, 2023

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: টিকিট কাউন্টারে কর্মীর অসংলগ্ন আচরণের টিকিট দেওয়ার কাজ বন্ধ রইল বনগাঁর (Bongaon) গোপালনগর স্টেশনে। শনিবার ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত কাউন্টার থেকে টিকিট না পেয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা৷ শনিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ রানাঘাট ছাতার গোপালনগর রেল স্টেশনে৷ অভিযুক্ত রেলকর্মী শেখর সান্যালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

Advertisement

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন ভোররাত থেকে যাত্রীরা ট্রেন ধরবেন বলে গোপালনগর স্টেশনে আসেন৷ টিকিট (Ticket) কাউন্টারের সামনে তাঁরা লাইনও দেন৷ অভিযোগ, কাউন্টারের মধ্যে থাকা রেলকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন, অসংলগ্ন আচরণ শুরু করেন তিনি৷ টিকিট দেওয়ার মত পরিস্থিতিতেই ছিলেন না তিনি৷ ক্ষুব্ধ যাত্রীরা কেউ কাউন্টারের গ্রিলে চড়-থাপ্পড় মারেন৷ অনেকেই টিকিট ছাড়া ভয়ে ভয়ে ট্রেনে ওঠেন৷ কেউ টিকিট না পেয়ে বাড়ি ফিরে যান৷ এই ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ আরপিএফ (RPF) কর্মীরা গোপালনগর প্ল্যাটফর্মে আসেন৷ যাত্রীবিক্ষোভ ঠেকাতে তাঁরা জানান, মেশিন খারাপ হওয়ায় টিকিট দেওয়া যাচ্ছে না৷ তাঁরা যেন বনগাঁ স্টেশনে গিয়ে টিকিট কেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরতের পাশে স্বামী যশ]

অনেকেই প্রশ্ন তোলেন যদি রাস্তায় টিটিই টিকিট চান? আরপিএফ কর্মীরা তাঁদের জানান, বনগাঁ স্টেশনে বলে দেওয়া আছে, কেউ তাঁদের ধরবেন না৷ ক্ষুব্ধ যাত্রীদের বক্তব্য, ”বনগাঁয় গিয়ে টিকিট কেটে নতুন করে ট্রেন ধরে গন্তব্যে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে৷ কাজ মিটবে কিনা সন্দেহ৷” সকাল ৮টা ২৪ নাগাদ আরপিএফ-এর মধ্যস্থতায় অন্য এক রেলকর্মী কাউন্টারে আসেন। তারপর টিকিট দেওয়া শুরু হয়৷ ক্ষুব্ধ যাত্রীরা শেখরের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন৷ রেল সূত্রে জানা গিয়েছে, তাকে সেখান থেকে নিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে৷

[আরও পড়ুন: পরীক্ষা চলাকালীন ক্লাসরুমেই সাপের ছোবল! অসুস্থ ছাত্রী]

স্থানীয় ব্যবসায়ী দোকানদারদের বক্তব্য, ”এদিনই প্রথম নয়, এর আগেও ওই রেলকর্মী মদ খেয়ে বেহুঁশ হয়েছিলেন৷ এরপরে হলে নিত্যযাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হবে। ওঁকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক৷” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখর বাবু। তাঁর জবাব, ”মেশিন খারাপ হওয়ার কারণে টিকিট দিতে পারিনি। আমি নার্ভের রোগী, ওষুধ খেয়ে শুতে হয়। আমি মদ খাইনি৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement