shono
Advertisement

Breaking News

Nandigram

অভিষেক যাওয়ার আগেই হামলা! নন্দীগ্রামে সেবাশ্রয় প্রচারে গিয়ে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল

ওই ফ্লেক্স, ব্যানারও ছেড়া হয়! ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপির তরফে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 05:33 PM Jan 14, 2026Updated: 07:11 PM Jan 14, 2026

রাত পোহালেই নন্দীগ্রামে (Nandigram) সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন। তার আগে ক্যাম্পের প্রচারের জন্য ব্যানার, ফ্লেক্স লাগাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। সেখানেই হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ফ্লেক্স ছিড়ে দেওয়ার পাশাপাশি তৃণনূল কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ওই সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন বলেও খবর। তার আগে এমন ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচক ২১ নম্বর বুথের ঘটনা। সেখানেই সেবাশ্রয় ক্যাম্প বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মানুষের মধ্যে প্রচারও করছেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই হিসেবেই আজ, বুধবার সকালে রামচক পূর্বপল্লি এলাকায় ফ্লেক্স লাগাতে গিয়েছিলেন তৃণমূলের কয়েকজন কর্মী। নন্দীগ্রাম দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্ত-সহ বেশ কয়েকজন সেখানে ছিলেন। অভিযোগ, বিজেপির লোকজন সেখানে জড়ো হয়। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা-সহ আরও কয়েকজন বোর্ড টাঙাতে বাধা দেন।

শুরু হয় বচসা। সেই বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় মাথায় আঘাত লাগে মনোজকুমার সামন্তর। শুধু তাই নয়, ওই ফ্লেক্স, ব্যানারও ছেড়া হয়! ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপির তরফে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবির দুটি মডেল ক‌্যাম্পের উদ্বোধন করবেন বাম জমানায় জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে এই শিবির দুটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। জমি আন্দোলনে নিহত শহিদ পরিবারের হাত দিয়ে উদ্বোধন হলেও ১৫ জানুয়ারি দুপুরে দুই শিবিরেই আসবেন অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। রোগীদের পাশাপাশি শহিদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তৃণমূলের সেনাপতি।

তৃণমূল সূত্রে খবর, নন্দীগ্রাম-১ শিবিরের উদ্বোধন করবেন তিন শহিদ ভগীরথ মাইতির স্ত্রী সুষমা, শেখ সেলিমের ভাই সানোয়ার ও শেখ রেজাউলের স্ত্রী সায়রা বিবি। অন‌্যদিকে, নন্দীগ্রাম-২ শিবিরের উদ্বোধন জমি আন্দোলনে বাম সরকারের পুলিশের গুলিতে চার শহিদ রবীন মান্না, শেখ ইয়াসিন, সুরজিৎ খাটুয়া এবং হরেন প্রামাণিকের পরিবারের সদস‌্যদের হাত দিয়ে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement