shono
Advertisement

Breaking News

‘গায়ে কাঁটা দিচ্ছে’, নিজের বাড়িতে ফিরে কেন একথা বললেন মিমি?

ভোট দিতে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন যাদবপুরের তারকা প্রার্থী৷ The post ‘গায়ে কাঁটা দিচ্ছে’, নিজের বাড়িতে ফিরে কেন একথা বললেন মিমি? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Apr 15, 2019Updated: 03:48 PM Apr 17, 2019

শান্তনু কর, জলপাইগুড়ি: উত্তরের ছোট্ট একটি গ্রাম৷ সেখানেই বেড়ে ওঠা৷ তারপর উচ্চশিক্ষার জন্য নিজের গ্রাম ছেড়ে চলে আসতে হয় শহরে৷ পড়াশোনা করতে করতেই অভিনয়ে সুযোগ৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার ছোট্ট মেয়ে মিমিই এখন টলিউডের নামকরা অভিনেত্রী৷ তবে এখানেই তাঁর পরিচয় সীমাবদ্ধ নয়৷ সদ্যই শুরু করেছেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস৷ তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীও বটে৷ বহু বছর পর পয়লা বৈশাখে আবারও শহর ছেড়ে উত্তরবঙ্গে নিজের এলাকায় মিমি৷ ভাসলেন আবেগে৷

Advertisement

[ আরও পড়ুন: নতুন সরকার সম্প্রীতি বজায়ে জোর দিক, চান আসানসোলের পুত্রহারা ইমাম]

স্কুল কিংবা টিউশন যাওয়া – সবক্ষেত্রেই মিমির সঙ্গে যেতেন সঞ্জয় মামা৷ হাঁটা মিমির এক্কেবারে না-পসন্দ৷ তাই তো রিকশাই তাঁর একমাত্র ভরসা৷ সঞ্জয় মামার রিকশা চড়ে সব জায়গায় যেতেন ছোট্ট মিমি৷ বেশ কয়েক বছর পর আবারও পাণ্ডাপাড়ায় ফিরেছেন আদরের ভাগনি৷ প্রিয় সঞ্জয় মামা তাকে রিকশা চড়াবেন না, তা হতেই পারে না৷ সেই ছোট্টবেলার মতো সোমবারও বাড়ি থেকে সঞ্জয় মামার রিকশা চড়েই কালীমন্দিরে যান যাদবপুরে তৃণমূলের তারকা প্রার্থী৷ সঙ্গে ছিলেন তাঁর মা৷ সাংবাদিকদের সামনে এই অভিজ্ঞতা শেয়ার করতে ভুললেন না মিমি৷ তিনি বললেন, ‘‘সঞ্জয় মামার সঙ্গে রিকশায় চড়ে মন্দিরে যাওয়ার সময় যেন গায়ে কাঁটা দিচ্ছিল৷’’ জানালেন সঞ্জয় মামার সঙ্গে তাঁর সম্পর্কের কথা৷ মিমি বলেন, ‘‘সঞ্জয় মামার ইচ্ছা ছিল, আমাকে আমেরিকা পাঠাবে৷ নিজেই বলতেন, প্রয়োজন হলে কিডনি বিক্রি করে দেব৷’’ বেশ কয়েকবছর পর নিজের এলাকায় ফিরে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েছেন মিমি৷ তিনি বলেন, ‘‘এটা আমার মাটি৷ এতদিন পর এখানে এসে খুব ভাল লাগছে৷’’

[ আরও পড়ুন: টেলিভিশনে বিতর্কের রেশ, বিজেপির উপর হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী]

আগামী ১৮ এপ্রিল জলপাইগুড়িতে ভোট৷ সে কারণেই পাণ্ডাপাড়ার বাড়িতে ফিরেছেন মিমি৷ এছাড়াও পারিবারিক বিয়ের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ মিমির আগমনে যেন এক্কেবারে ভোল বদলে গিয়েছে গোটা এলাকার৷ বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানেও যাওয়ার কথা রয়েছে তারকা প্রার্থীর৷ উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা৷ মিমিকে একপলক দেখার জন্য পাণ্ডাপাড়ার অলিগলিতে উপচে পড়া মানুষের ভিড়৷

দেখুন ভিডিও:

The post ‘গায়ে কাঁটা দিচ্ছে’, নিজের বাড়িতে ফিরে কেন একথা বললেন মিমি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement