shono
Advertisement

সতীপীঠের প্রসাদী ফুল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শতাব্দী রায়

মনোনয়ন পেশের সময়ে বীরভূমের তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী। The post সতীপীঠের প্রসাদী ফুল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শতাব্দী রায় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:13 PM Apr 05, 2019Updated: 09:13 PM Apr 05, 2019

নন্দন দত্ত, সিউড়ি: সাঁইথিয়ার সতীপীঠের প্রসাদী ফুল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ, সিউড়ি, নলহাটি, দুবরাজপুরের বিধায়কেরাও। শতাব্দী রায় বলেন, ‘কে বিরোধী, ভাবতেই পারছি না। আমি যদি একশো হই, তাহলে বিরোধী দশে দাঁড়িয়ে আছে।’

Advertisement

[আরও পড়ুন: ‘আমি এখনও গায়ক,পুরোপুরি নেতা হতে পারিনি’, স্বীকারোক্তি বাবুল সুপ্রিয়র]

২০০৯ ও ২০১৪। পরপর দু’বার বীরভূমে লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। এবার ফের তাঁকেই বীরভূমে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে কোনও খামতি রাখছেন না। শুক্রবার রাজ্যের দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্রও জমা দিলেন জমা দিলেন শতাব্দী। তাঁর সঙ্গে ছিলেন সিউড়ি, নলহাটি ও রামপুরহাটের বিধায়কেরাও। এদিন সকালে প্রথমে সাইঁথিয়ায় সতীপীঠ নন্দিকেশ্বরী ও সিউড়ির রক্ষাকালীতলা পুজো দেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বরাবরের মতোই মেয়ের সঙ্গে ছিলেন শৈলেন রায় ও লালি রায়ও। মনোনয়নপত্র জমা দিয়ে শতাব্দী রায় বলেন, ‘বীরভূমই এখন আমার দেশ। গত দশ বছরে সাংসদ হিসেবে প্রতিটি এলাকা ঘুরেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ফের আমাকে কাজের জন্য পাঠিয়েছেন। এখনও অনেক কাজ বাকি। সেই কাজ করার জন্য আমার এই লড়াই।’

এদিকে নিজের বাড়িতে শিবপুজো করে শুক্রবার মনোনয়ন জমা দিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালও। এরআগে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রে কংগ্রেসে টিকিটে পাঁচ বার বিধায়ক নির্বাচন হন তিনি। গতবার লোকসভা ভোটে বোলপুরে কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু, হেরে যান। এবার দলবদলে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অসিত মাল।

ছবি: শান্তনু দাস

[ আরও পড়ুন: ‘জন বারলা দূর হঠো’, বিজেপির প্রচার মিছিলে ঢুকে স্লোগান যুব তৃণমূল নেতার]

The post সতীপীঠের প্রসাদী ফুল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শতাব্দী রায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement