অতুলচন্দ্র নাগ, ডোমকল: লোকসভা ভোটের ফল প্রকাশের পর কাউন্সিলরদের দলবদলের কারণে বেশ কয়েকটি পুরসভায় বিপাকে তৃণমূল কংগ্রেস। এদিকে আবার মুর্শিদাবাদে তৃণমূল পরিচালিত ডোমকল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই কাউন্সিলরদের একাংশ। চেয়ারম্যান সৌমিক হোসেনের অপসারণ চেয়ে মহকুমা শাসকের কাছে ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন কাউন্সিলর চিঠি দিয়েছেন বলে জানা দিয়েছে। যদিও অনাস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন।
[আরও পড়ুন: বনগাঁয় গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল]
বছর দুয়েক আগে তৈরি হয় ডোমকল পুরসভা। ২১ আসনের পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলেরই। কিন্তু চেয়ারম্যান সৌমিক হোসেনের কাজকর্মে একেবারেই খুশি নন কাউন্সিলররা। তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহার, স্বজনপোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন তাঁরা। ডোমকল পুরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ২১ জন। মহকুমা শাসকের কাছে চেয়ারম্যানের অপসারণ চেয়ে যে চিঠি জমা পড়েছে, তাতে ১৩ জন কাউন্সিলর সই করেছেন বলে জানা গিয়েছে। কাউন্সিলরদের বক্তব্য, পুরসভার বোর্ড গঠন হওয়ার পর প্রায় দু’বছর কেটে গিয়েছে। কিন্তু, এখনও সরকারিভাবে কাউন্সিলরদের সঙ্গে কোনও বৈঠক করেননি চেয়ারম্যান সৌমিক হোসেন। এমনকী, তিনি নিয়মিত পুরসভায় আসেনও না। ফলে পুরসভার কাজ সঠিক সময়ে হচ্ছে না। জনগণ পরিষেবা পাচ্ছেন না। কাউন্সিলরদের আরও বক্তব্য, চেয়ারম্যানের কথায় ও কাজে কোনও মিল নেই। বহুবার বলা সত্ত্বেও তিনি নিজেদের শোধরাননি। তাই বাধ্য হয়েই অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁরা।
এদিকে কাউন্সিলরদের তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। তাঁর সাফ কথা, ‘দল দায়িত্ব দিয়েছে, যা বলার দলই বলবে।’ আর তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি ও সাংসদ আবু তাহেরে প্রতিক্রিয়া, ‘দিল্লিতে আছি। ফিরে গিয়ে সব জেনে ব্যবস্থা নেব।’
[আরও পড়ুন: সাফাইকর্মীদের কর্মবিরতিতে আবর্জনার স্তূপ বনগাঁয়, প্রতিবাদে পথে ব্যবসায়ী ও স্থানীয়রা]
The post ডোমকল পুরসভায় অনাস্থা, চেয়ারম্যানের অপসারণ চেয়ে SDO-কে চিঠি তৃণমূল কাউন্সিলরদের appeared first on Sangbad Pratidin.
