shono
Advertisement
Sonarpur

সোনারপুরে বাড়িতে ঢুকে ভাঙচুর, প্রাক্তন ফুটবলারকে মার! কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 06:15 PM Mar 07, 2025Updated: 06:15 PM Mar 07, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই ব্যক্তি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার তৄণমুল নেতার। ঘটনায় সোনারপুর থানায় দুপক্ষই একে অপরের প্রতি অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা এলাকার ঘটনা৷ শীতলা এলাকার বাসিন্দা বাবু দাস পোদ্দার। তিনি প্রাক্তন ফুটবলার হিসেবে এলাকায় পরিচিত। এখন তিনি ফুটবলের কোচিংও করান। দিন কয়েক আগে ঘটনার সূত্রপাত। তাঁর বাড়ির সেফটিক ট্যাঙ্কের উপর পাড়ারই একটি বাচ্চা উঠেছিল। নামতে বারণ করলেও শিশুটি কথা শোনেনি। এরপরই সেই শিশুটিকে মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement

সেই কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পর তৄণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস লোকজনদের নিয়ে ওই বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। শাবল, রড দিয়ে বাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়। বাবু দাস পোদ্দারকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই তরফেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৄণমুলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে৷
  • টনায় আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই ব্যক্তি৷
  • যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার তৄণমুল নেতার৷
Advertisement